১০০০ শূন্যপদ! কর্মী নিয়োগ হবে IDBI ব্যাঙ্কে, হাতে আর কটা দিন! কিভাবে আবেদন করবেন?

বাংলাহান্ট ডেস্ক : বেকারত্বের জ্বালা মেটাতে আজকের দিনে দাঁড়িয়ে একটা চাকরি যেন হাতে অনেকটা চাঁদ পাওয়ার মত। ব্যাংকে চাকরি করার স্বপ্ন থাকে অনেকের। মাঝেমধ্যেই বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। ফের একবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল একটি ব্যাংক। আজকের প্রতিবেদনে আপনাদের জানাতে চলেছি তেমনই একটি নিয়োগ সম্পর্কে।

IDBI Bank কর্মী নিয়োগ 

ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আইডিবিআই ব্যাঙ্ক) (IDBI Bank) কর্মী নিয়োগ করতে চলেছে ১০০০টি এক্সিকিউটিভ (সেলস অ্যান্ড অপারেশনস) পদে। ইচ্ছুক প্রার্থীদের অনলাইন পদ্ধতিতে আবেদন জানাতে হবে। এক্সিকিউটিভ (সেলস অ্যান্ড অপারেশনস) পদে আবেদন জানানোর জন্য প্রথমে ভিজিট করতে হবে IDBI Bank’র নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে নির্দিষ্ট লিংকে ক্লিক করে ব্যক্তিগত তথ্যসহ যাবতীয় নথি জমা করতে হবে।

আরোও পড়ুন : ‘১৯ নভেম্বর..,’ রিপোর্ট তলব হাইকোর্টের, এবার কড়া ডেডলাইন বেঁধে দিলেন বিচারপতি

সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ (Recruitment) হবে। প্রাথমিকভাবে এই নিয়োগ হবে ১ বছরের চুক্তিতে। তারপর অতিরিক্ত সময়ের জন্য সেই চুক্তি বৃদ্ধি করা হতে পারে। ২ বছর সফলভাবে চুক্তির ভিত্তিতে কাজ করার পর মিলতে পারে ব্যাংকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (JAM), গ্রেড ‘O’ পদে কাজ করার সুযোগ। অনলাইন পরীক্ষা (OT), নথি যাচাইকরণ (DV), ব্যক্তিগত সাক্ষাৎকার (PI), এবং একটি প্রাক-নিয়োগ মেডিকেল পরীক্ষার (PRMT) মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

IDBI Bank

আবেদনমূল্য হিসাবে প্রার্থীদের 1050/- টাকা (SC/ST/PwBD প্রার্থীদের জন্য 250/- টাকা) প্রদান করতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং ব্যবহার করে পেমেন্ট করা যাবে। অনলাইনে আবেদনপত্র (Application) পূরণের শেষ তারিখ 16-11-2024। 16-11-2024 তারিখ পর্যন্ত আবেদনমূল্য প্রদান করা যাবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইন টেস্ট আয়োজিত হবে 01-12-2024 তারিখে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর