‘ভুলভুলাইয়া’র পর এবার ‘হেরা ফেরি ৩’, ফের অক্ষয় কুমারের ভাত মারলেন কার্তিক আরিয়ান!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ‘হেরা ফেরি ৩’ (Hera Pheri 3) আসার গুঞ্জন শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। ফ্র‍্যাঞ্চাইজির প্রথম ছবির মতো এই ছবিরও অংশ ছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। বলিউডের ‘কমেডি কিং’দের মধ‍্যে তিনি অন‍্যতম। একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন আক্কি। কমেডি তাঁর বড়াই করার জায়গা। কিন্তু এবারে আর সে সুযোগ পেলেন না খিলাড়ি কুমার। তাঁকে আবারো হঠিয়ে জায়গা দখল করে নিলেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)।

হেরা ফেরি, ফির হেরা ফেরির পর ফ্র‍্যাঞ্চাইজির তৃতীয় ছবি হেরা ফেরি ৩। বিভিন্ন কারণে হেরা ফেরি দর্শকদের মনে জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে। বাবুরাও গণপতরাও আপ্টে, রাজু, ঘনশ‍্যামের মতো চরিত্রগুলি আজো প্রিয় সিনেমা প্রেমীদের। দুটি ছবিরই সংলাপ এখনো মিম আকারে ঘুরপাক খায় নেটদুনিয়ায়। পরেশ রাওয়াল (Paresh Rawal), অক্ষয় কুমার এবং সুনীল শেট্টি ছিলেন ছবির মুখ‍্য চরিত্রে।


তাই যখন হেরা ফেরি ৩ এর জল্পনা শুরু হয় তখন স্বাভাবিক ভাবেই সকলে ভেবেছিলেন অক্ষয়ও থাকবেন। কিন্তু আসল খবর হল অন‍্য। জানা যাচ্ছে, অক্ষয়কে নাকি সরিয়ে দেওয়া হয়েছে হেরা ফেরি ৩ এর কাস্ট থেকে। তাঁর বদলে জায়গা করে নিয়েছেন নতুন প্রজন্মের সুপারস্টার কার্তিক আরিয়ান।

জল্পনায় শিলমোহরও দিয়েছেন অভিনেতা পরেশ রাওয়াল। সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় জনৈক নেটনাগরিক প্রশ্ন করেছিলেন প্রবীণ অভিনেতাকে। খবরটা কি সত‍্যি? কার্তিক সত‍্যিই অক্ষয়ের জায়গা নিয়ে নিয়েছেন আবার? উত্তরও দিয়েছেন পরেশ রাওয়াল। জানিয়েছেন, কার্তিক আরিয়ান সত‍্যিই হেরা ফেরি ৩ এর অংশ।

উল্লেখ‍্য, চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া ২’ ছবিতেও অক্ষয়কে সরিয়ে নিজে মুখ‍্য ভূমিকা নিয়ে বসেছিলেন কার্তিক। ভুলভুলাইয়ার প্রথম ছবিতে নায়ক ছিলেন অক্ষয়ই। কিন্তু দ্বিতীয় ছবিতে ‘রুহ বাবা’ হিসাবে দেখা মেলে কার্তিকের। ব্লকবাস্টার হিটও হয়েছিল ছবিটি। ফের ঘটল সেই একই ঘটনা। অনেকে মনে করছেন, লাগাতার ফ্লপ দেওয়ার জন‍্যই এবার একের পর এক ছবি থেকে বাদ পড়ছেন অক্ষয়।

সম্পর্কিত খবর

X