‘১৫টা শাড়ি কিনেছি…’, কৌশানীর পুজো শপিং-র খরচ দেখে মাথায় হাত ভক্তদের

বাংলা হান্ট ডেস্ক : হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু হবে মায়ের আরাধনা। ইতিমধ্যেই প্রস্তুতি শুরুও করে দিয়েছে আপামর বঙ্গবাসী। জামাকাপড় থেকে শুরু করে ঘোরাঘুরির প্ল্যানিং__সবটাই প্রায় হয়েই গেছে। কারণ পুজোর সাজগোজ নিয়ে সকলের মনেই একটা উন্মাদনা থাকে। পাশাপাশি তারকাদের সাজ জানার জন্যেও উৎসুক হয়ে থাকেন ভক্তরা।

এসবের মাঝেই নিজের পুজোর সাজ নিয়ে মুখ খুললেন কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukhe)। অভিনেত্রী জানালেন, এবছর মোট ১৫ টি শাড়ি কিনে ফেলেছেন অভিনেত্রী। পুজোর সাজপোশাক নিয়ে কোনরকম কিপ্টেমি করতে নারাজ কৌশানি মুখোপাধ্যায়। অভিনেত্রীর কথায়, ‘শেষ তিন চার দিনে প্রচুর শপিং করে নিয়েছি। মহালয়া থেকে পরলেও শেষ করতে পারব না। এই বছর আমার শাড়ির প্রতি ঝোঁক বেড়েছে।’

   

এইদিন কৌশানি আরও বলেন, ‘আসলে আমি বেশ ল্যাদখোর। শাড়ি পরতে সময়-যত্ন লাগে অনেক। তাই আগে খুব একটা বেশি পরা হত না। কিন্তু, চলতি বছর আমির শাড়ি প্রেম বেড়েছে।’ যদিও এইদিন শপিং-র কথা বলতে গিয়ে বেশ উদাস শোনায় তার গলা। কারণ এর আগে পুজোর শপিং-এ সবসময় তার পাশে থাকতেন তার মা। মায়ের সাথে কাটানো মুহূর্তগুলোই খুঁজে বেড়াচ্ছেন তিনি।

আরও পড়ুন : TRP তুলতে মা হবে কমলা! বাচ্চা মেয়ের প্রেগনেন্সির খবরে রেগে কাঁই নেটজনতা

এইদিন কৌশানী আরও বলেন, ‘কিছুদিন আগে মাসির সঙ্গে গিয়েছিলাম কেনাকাটার জন্য। এখনও বাবার লিস্ট বাকি। আমাদের বাড়িতে চতুর্থীতে বড় করে পুজো হয়। বাবার জন্য পাঞ্জাবি মাস্ট।” তবে বনির জন্য কেনাকাটা এখনও শুরু করেননি তিনি। পাশাপাশি পুজো প্রেম নিয়েও মুখ খুললেন নায়িকা।

আরও পড়ুন : ‘মিমিকে হজম করতে না জানলেই …’, প্রথমবার জুটি বেঁধেই বিস্ফোরক উক্তি আবীরের

bonny sengupta trolled for koushani mukherjee

এই প্রসঙ্গে কৌশানি জানান, ‘বড় দাদারা কোথাও নিজে যাওয়ার আগে বলত, তোকে দেখে কেউ না কেউ ঠিক লাইন মারবে। আর আমাদের বডিগার্ড হতে হবে। জীবনে প্রচুর প্রেম প্রস্তাব পেয়েছি। প্যান্ডেলে বসলে অনেকেই আমার নম্বর চাইত। কেউ কেউ আবার চিঠি দিত। আমাকে নম্বরও দিয়ে যেতেন অনেকেই।’ খাওয়া দাওয়া প্রসঙ্গে অভিনেত্রীর মত, “পুজো মানেই আমার চিট ডে। খাওয়া-দাওয়া করব। নো ডায়েট…”

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর