মেড ইন ইন্ডিয়া ; ১২ টাকায় ৬০ কিমি চলবে নতুন স্কুটি ‘সাথী’, এক বছরেই সাশ্রয় ২৫ হাজার টাকা

বাংলাহান্ট ডেস্কঃ ভারতীয় কোম্পানি টেকো ইলেক্ট্রা (tech electra) করোনা সংকটের সময়েই লঞ্চ করছে তাদের নতুন স্কুটি (scooty) ‘সাথী’ (sathi)। আপাতত পরীক্ষামূলক ভাবে পুনেতে লঞ্চ হলেও খুব শিগগিরই সারা দেশের লঞ্চ হবে এই স্কুটি।

images 87 3

করোনা পরিস্থিতিতে গণমাধ্যমে যাতায়াত ভয়ংকর ঝুঁকি সাপেক্ষ ব্যাপার। ইতিমধ্যেই কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২৫ জন বাস কর্মী৷ রিপোর্ট আসে নি অনেকের। সুতরাং এমন বহু করোনা আক্রান্ত মানুষের সংস্পর্শে এসে সংক্রমণ বাড়বার আশঙ্কা আকাশ ছোঁয়া। কিন্তু দৈনিন্দিন অফিস কাছারিও খুলে গিয়েছে, যা পরিস্থিতি খুব শিগগিরই সংক্রমণ থামবারও আশা নেই। এই মুহুর্তে ব্যাক্তিগত যানই যাতায়াতের সব চেয়ে নিরাপদ ভরসা।

কিন্তু ব্যাক্তিগত গাড়ি কেনা যেমন সাধারণ মানুষের সাধ্য নয়, স্কুটি বাইকের মত দুচাকাও অনেকের সাধ্যের অতীত৷ তার ওপর রয়েছে ক্রমাগত বাড়তে থাকা পেট্রল ডিজেলের দাম। সব মিলিয়ে করোন পরিস্থিতিতে মাথায় হাত মধ্যবিত্তের। এই সব পরিস্থিতির সামাল দিতে করোনা কালে লঞ্চ হতে চলেছে দুরন্ত স্কুটি সাথী।

জানা যাচ্ছে, ৪৮ ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি যুক্ত এই স্কুটি চার্জ হয়ে যাবে ৩ থেকে ৪ ঘন্টায়। একবারের চার্জে চলবে ৬০ থেকে ৭০ কিলোমিটার। স্কুটারটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে ১৭২০ মিমি, ৬২০ মিমি ও ১০৫০ মিমি। নির্মাতা কোম্পানির দাবী প্রতিবছর কমপক্ষে ২৫ হাজার টাকা সাশ্রয় করবে এই নতুন ইলেকট্রিক স্কুটি ‘সাথী’৷ এই স্কুটি তৈরি হয়েছে ভারতেই। সম্পূর্ণ ভাবে মেড ইন ইন্ডিয়া এই স্কুটার পুনেতে পাওয়া যাবে ৫৭ হাজারের কিছু বেশী টাকায়।

 

সম্পর্কিত খবর