‘ভারতের সব মুসলমান টিম ইন্ডিয়ার হার দেখতে চাইছে’, অভিনেত্রীর মন্তব্যে শোরগোল

বাংলা হান্ট ডেস্ক: চলছে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) ফাইনাল ক্রিকেট বিশ্বকাপ ম্যাচ (ICC World Cup Final 2023)। আর এরই মধ্যে এবার বিস্ফোরক দাবি করলেন পাকিস্তানি অভিনেত্রী (Pakistani Actress) সেহর শিনওয়ারি (Sehar Shinwari)। এই অভিনেত্রী ভারতের হারের জন্য প্রার্থনা করছেন। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি।

আরও পড়ুন: বিশ্বকাপ জয়ের আগেই বড় খবর! অর্থনীতিতে সাফল্য, ভারতের জিডিপি পেরোল চার ট্রিলিয়নের গণ্ডি

পাকিস্তানি অভিনেত্রী সেহর শিনওয়ারি টুইট করে জানিয়েছেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি যে ভারতের প্রতিটি সত্যিকারের মুসলমান (Muslim) আজকের ম্যাচে ভারতের হার দেখতে চাইবে।’ আর এই টুইটই ভাইরাল (Viral) হয়েছে। এমন মন্তব্যের জন্য রীতিমতো ট্রোলড (Trolled) হয়েছেন এই অভিনেত্রী, কিন্তু তা সত্ত্বেও ভারতীয় দল নিয়ে নেতিবাচক মন্তব্য করতে পিছপা হননি তিনি।

 

সেহর শিনওয়ারি আরও একটি টুইটে লিখেছেন, ‘আমার শেষ ভরসা অস্ট্রেলিয়া। আমি আশা করি আজ তারা পাকিস্তানের ২৩ কোটি মানুষকে, ভারতের ১৬ কোটি মুসলমানকে এবং বাংলাদেশের ১৬ কোটি মানুষকে নিরাশ করবে না।’

এখানেই থামেননি পাক অভিনেত্রী। সেহর শিনওয়ারি আরও একটি টুইটে লিখেছেন, ‘আজকের ম্যাচে কে জিতবে এক, অস্ট্রেলিয়া এবং দুই, অস্ট্রেলিয়া শুধুমাত্র এক এবং দুইয়ের মধ্যে বেছে নিতে পারো।’

এদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ ভারত জেতার পরে ক্ষোভপ্রকাশ করেছিলেন এই পাকিস্তানি অভিনেত্রী। এবং বলেছিলেন, ‘ভারতীয় দল আবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে, তা আমি হজম করতে পারছি না। কেন এই রক্তাক্ত দেশ সবকিছুতে আমাদের থেকে এগিয়ে?’ আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) খেলোয়াড়রা ভালো অভিনেতা, তাঁরা জানেন যে এই ম্যাচটি ফিক্সড। কিন্তু তারপরেও তাঁরা ভালো অভিনয় করে গেলেন।’

পাক অভিনেত্রীর এই মন্তব্যে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় (Social Media) ঝড় উঠেছে। পাকিস্তানিরা শিনওয়ারিকে সমর্থন করেছেন। কিন্তু প্রত্যেক ভারতীয়ই তাঁর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। অভিনেত্রীকে পাল্টা কটাক্ষ করতে ছাড়ছেন না তাঁরা।

Monojit

সম্পর্কিত খবর