ভারত-পাকিস্তান ম্যাচ করাতে সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথা বলবেন রমিজ রাজা, নয়া ছক PCB সভাপতির

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রমিজ রাজা জানিয়েছেন যে তিনি ফের ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট সম্পর্ক শুরু করার পরিকল্পনা নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা খুব বেশি নয় বলেই মনে হচ্ছে। পিসিবি প্রধান আবারো জোর দিয়েছিলেন চার দেশের টুর্নামেন্ট আয়োজনের, যে প্রস্তাব কয়েক মাস আগেও দিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার।

রমিজ রাজা এমন এক সময়ে এই বিবৃতি দিয়েছেন যখন বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগ খেলার কারণে আন্তর্জাতিক ক্রিকেট, বিশেষ করে দ্বিপাক্ষিক ও ত্রিদেশীয় সিরিজ পরিচালনায় খুবই প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। করোনা ভাইরাসের মহামারীর পর থেকে খুব বেশি ত্রিদেশীয় সিরিজ আয়োজন হয়নি। রমিজ রাজা চার দেশের টুর্নামেন্ট আয়োজনের কথা বললে তার প্রস্তাবে তার নিজের দেশের ক্রিকেট বোর্ড ও প্রধান প্রতিনিধিদের মধ্যেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কিন্তু রমিজ রাজা মনে করেন, ভারত-পাকিস্তানের ম্যাচের জনপ্রিয়তা এই সমস্ত বিপত্তি কাটিয়ে উঠতে সাহায্য করবে।

   

ramiz raja 1720x1000

 

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে রমিজ রাজা বলেন, “আমি বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর সঙ্গে চার দেশের টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে কথা বলব, ক্রিকেটের ভবিষ্যৎ ত্রিদেশীয় এবং চার দেশের টুর্নামেন্টে। টি-টোয়েন্টি লিগ দ্বিপাক্ষিক ক্রিকেটকে ধ্বংস করছে। আমি মনে করি ভারত-পাকিস্তান ম্যাচ থেকে ক্রিকেট ভক্তদের দূরে রাখা অন্যায়। বিসিসিআইকে যদি একজন সহকর্মী ক্রিকেটার নেতৃত্ব দেন, তাহলে আমাদের কোনও অসুবিধা নেই।”

রমিজ রাজা চার দেশের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছেন। যার মধ্যে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে অন্তর্ভুক্ত করার কথা ভেবেছেন তিনি। তবে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এর তীব্র আপত্তি তুলেছেন এবং এটিকে অল্প সময়ের মধ্যে অর্থ উপার্জনের উদ্যোগ বলে অভিহিত করেছেন। কাজেই এই সম্ভাবনা সত্যি হওয়ার সুযোগ কম।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর