পাকিস্তানে চূড়ান্ত ব্যর্থ PCB! লাহোরের স্টেডিয়ামে যা ঘটল…..সামনে এল লজ্জার ছবি

Published On:

বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তানে (Pakistan) বর্তমানে PSL চলছে। কিন্তু, এই আবহেই লাহোরে এমন একটি ছবি সামনে এসেছে যেটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য একটি বিরাট ধাক্কার হিসেবে বিবেচিত হচ্ছে। শুধু তাই নয়, ইতিমধ্যে এই বিষয়টি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতেও। যেটির পরিপ্রেক্ষিতে তুমুল সমালোচনা চলছে।

পাকিস্তানে (Pakistan) চূড়ান্ত ব্যর্থ PSL:

মূলত, মুলতান সুলতানস এবং করাচি কিংসের মধ্যে খেলা চলাকালীন স্টেডিয়ামে প্রায় কোনও দর্শক ছিল না। অর্থাৎ, পুরো গাদ্দাফি স্টেডিয়াম খালি দেখাচ্ছিল।পাকিস্তানি মিডিয়ায় এই বিষয়টি উত্থাপিত হচ্ছে এবং লাহোরের খালি স্টেডিয়ামের ছবি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হচ্ছে। লাহোর (Pakistan) থেকে আসা এই ছবিটি থেকে স্পষ্ট যে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই লিগটি একটি বড় ব্যর্থতা হিসেবে প্রমাণিত হচ্ছে।

তারকা ক্রিকেটারদের খেলাও দেখতে চাইছে না জনগণ: লাহোরে (Pakistan) সম্পন্ন হওয়া ওই ম্যাচে একাধিক বড় আন্তর্জাতিক তারকা উপস্থিত ছিলেন। করাচি কিংসের অধিনায়ক হলেন ডেভিড ওয়ার্নার। যাঁর প্রচুর ভক্ত রয়েছে। কিন্তু কেউ তাঁর খেলা দেখতে আসেননি। তিনি ছাড়াও জেমস ভিন্স, মোহাম্মদ নবীর মতো খেলোয়াড়রাও খেলেছেন PSL-এর ওই ম্যাচে।

আরও পড়ুন: রয়েছে কন্যাশ্রীর টাকা লোপাটের অভিযোগ! গ্রেফতারির পরেও তৃণমূলের শিক্ষক নেতাকে ছেড়ে দিল পুলিশ

শুধু তাই নয়, পাকিস্তানের (Pakistan) অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও এই ম্যাচটি খেলছিলেন। কিন্তু লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে এই তারকা ক্রিকেটারদের খেলা দেখার জন্য দর্শকদের ভিড় আদৌও পরিলক্ষিত হয়নি। এই ছবি থেকে স্পষ্ট যে পাকিস্তান সুপার লিগ PCB-র একটি ব্যর্থতা। ওই টুর্নামেন্ট নিয়ে পাকিস্তানের ক্রিকেট অনুরাগীরাই উৎসাহ প্রকাশ করছেন না।

আরও পড়ুন: এত বড় দুঃসাহস! ভারতের সীমান্তের কাছে লাইভ ফায়ারিং অনুশীলন পাকিস্তানের

ভারতে PSL নিষিদ্ধ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, পাকিস্তান সুপার লিগের সম্প্রচার ইতিমধ্যেই ভারতে বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, পাকিস্তান সুপার লিগের সম্প্রচারে কর্মরত ভারতীয়রাও পাকিস্তান (Pakistan) থেকে ভারতে ফিরে এসেছেন। PSL-এর সম্প্রচারে মোট ৩০ জন ভারতীয় কাজ করছিলেন। কিন্তু পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর তাঁর ভারতে ফিরে আসেন। এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের পাশাপাশি পাকিস্তানি খেলোয়াড়রাও বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ভারতে ইতিমধ্যেই পাকিস্তানের একাধিক বড় খেলোয়াড়ের ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। যার কারণে তাঁদের বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X