বিস্মিত খোদ বিচারপতি! নির্যাতিতার চোখে চশমা এল কীভাবে? সামনে বিস্ফোরক তথ্য

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার আরজি করে ধর্ষণ খুন মামলার ‘সুপ্রিম শুনানি’ হয়েছে। বিকেল ৪:১৫ থেকে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি জে বি পারদিওয়ালার বেঞ্চে শুনানি শুরু হয় (RG Kar Case)। আজ ফের শীর্ষ আদালতে তদন্তের স্টেটাস রিপোর্ট পেশ করেছে সিবিআই। তা দেখে আদালতের প্রশ্ন, নির্যাতিতার চোখে চশমা এল কীভাবে?

  • সিবিআইয়ের স্টেটাস রিপোর্টে বিস্ফোরক তথ্য (RG Kar Case)!

এদিন কেন্দ্রীয় এজেন্সির স্টেটাস রিপোর্ট দেখার পরেই প্রধান বিচারপতি চন্দ্রচূড় (CJI DY Chandrachud) জানতে চান, মরদেহে চশমা কেন পরানো ছিল? অভিযোগ উঠেছে, ঘটনার সময় ওই তরুণী চিকিৎসক ঘুমন্ত অবস্থায় ছিলেন। সেক্ষেত্রে কীভাবে তাঁর চোখে চশমা পরানো থাকতে পারে? একইসঙ্গে সিজেআই চন্দ্রচূড় বলেন, কেন্দ্রীয় এজেন্সির তদন্তে প্রচুর গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে।

জানা যাচ্ছে, সিবিআইয়ের (CBI) পেশ করা তদন্তের অগ্রগতির রিপোর্টে বলা হয়েছে, নির্যাতিতার শরীরে চশমা এবং চুরি থাকার কারণে আঘাতের চিহ্ন বেশি দেখা গিয়েছে। সেই রিপোর্ট খতিয়ে দেখার পরেই এই নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। জনস্বার্থ মামলাকারীর আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, সিজার লিস্ট থেকে জানা যাচ্ছে, নির্যাতিতার মৃতদেহে চশমা লাগানো ছিল না। চিকিৎসকের নিথর দেহের পাশ থেকে ভাঙা চশমা উদ্ধার হয়েছিল।

আরও পড়ুনঃ ’৩১ অক্টোবরের মধ্যে…’! আরজি কর মামলার শুনানিতে ‘ডেডলাইন’ বেঁধে দিল সুপ্রিম কোর্ট, কী নিয়ে?

এদিন সুপ্রিম কোর্টে আরজি করে ধর্ষণ খুনের ঘটনা (RG Kar Case) এবং আর্থিক দুর্নীতি ঘটনা, দুই মামলার তদন্তের স্টেটাস রিপোর্ট পেশ করেছে সিবিআই। শীর্ষ আদালত এদিন জানায়, স্টেটাস রিপোর্টে ভীষণ গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চলুক।

RG Kar case hearing in Supreme Court CJI DY Chandrachud said this

নবরাত্রি ও দশেরার ছুটি শেষে প্রথম সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার (RG Kar Case) পরবর্তী শুনানি হবে বলে জানা যাচ্ছে। এদিন প্রধান বিচারপতি সলিসিটর জেনারেল তুষার মেহতাকে প্রশ্ন করেন, পরবর্তী শুনানির দিন কী ন্যাশানাল টাস্ক ফোর্সের রিপোর্ট পাওয়া সম্ভব? সেই সময় জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন, এই টাস্ক ফোর্সে পশ্চিমবঙ্গের কোনও প্রতিনিধি নেই। ইমেল করে এই বিষয়ে আর্জি জানানোর নির্দেশ দেন সিজেআই চন্দ্রচূড়।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর