খুদে কমলা-মানিকের বিদায়! TRP তুলতে রাতারাতি লম্বা লিপ, বড়বেলায় অভিনয় করবেন কারা?

বাংলা হান্ট ডেস্ক : সাম্প্রতিক সময়ে যে কয়টি সিরিয়াল দর্শকদের মন জিতে নিয়েছে তার মধ্যে একটি হল স্টার জলসার ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Kamala O Sreeman Prithwiraj)। সাংসারিক জটিলতা থাকলেও কোথাও গিয়ে এই সিরিয়ালের গল্প বাকিদের চেয়ে অনেকটাই আলাদা। দুই খুদে মানিক আর কমলার নিখাদ বন্ধুত্ব তথা ভালোবাসায় কখন যে সবাই বুঁদ হয়ে যায়, তা কেউ টেরও পায়না। 

ধারাবাহিকটিতে মূখ্য চরিত্র অভিনয় করছেন সুকৃত সাহা (Sukrit Saha) এবং অয়ন্যা চ্যাটার্জী (Ayanna Chatterjee)। দুই খুদের দুষ্টু মিষ্টি প্রেম আর তার সাথে স্বদেশী আন্দোলনের টান টান উত্তেজনা। সবকিছু মিলিয়ে গল্পের প্লট একেবারে জমজমাট। তবে এতকিছুর পরেও সিরিয়ালের টিআরপি কিছুতেই উঠছেনা। অন্যদিকে দজ্জাল শাশুড়ি দেখিয়ে টিআরপি তুলে নিচ্ছে জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’।

কম টিআরপির কারণে এমন সুন্দর একটা সিরিয়ালকে তো আর বন্ধ করে দেওয়া যায়না। আর সেই কারণেই সিরিয়ালের গল্পে নাকি এসেছে বিরাট পরিবর্তন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফ্যানপেজের দাবি, খুব শীঘ্রই লম্বা লিপ নিতে চলেছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। ধারাবাহিকের গল্প বেশ কয়েক বছর এগিয়ে দিয়ে গল্পে আনা হচ্ছে নতুন টুইস্ট। অর্থাৎ এবার আর ছোট্ট কমলা মানিককে দেখতে পাবেননা।

আরও পড়ুন : নুসরতের সঙ্গেই পড়েছে ডাক! এবার ED-র সমন নিয়ে মুখ খুললেন রূপরেখা, যাবেন হাজিরা দিতে?

এখন প্রশ্ন হল, কারা অভিনয় করবেন কমলা ও মানিকের চরিত্রে? জানিয়ে দিই, এখনই কোনও নতুন তারকার আগমণ ঘটছে না। বরং কমলা এবং মানিককেই সাজ পোশাক করিয়ে বড়দের মত করে উপস্থাপন করা হয়েছে। আসলে সম্প্রতি সিরিয়ালের একটি নতুন প্রোমো শেয়ার করেছে স্টার জলসা। সেখানেই কমলা ও মানিকের বয়স বাড়িয়ে দেখানো হয়েছে।

আরও পড়ুন : ‘ও সুযোগ পায়নি…’, ইয়ারিয়া ২ ছবি থেকে কেন বাদ পড়লেন মিমি? মুখ খুললেন যশ

1502511 h b2d507165c98

জানিয়ে রাখি এখনই কোনও লিপ নিচ্ছেন ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। গল্পের প্লট অনুসারে সম্প্রতি মানিকের বাবার জন্মদিন গিয়েছে। সেখানেই কমলা সেজেছে বড়মায়ের মত করে আর মানিক সেজেছে তার বাবার মত। এদিকে কমলার সই মানিকের মা সেজেছে অন্যদিকে মানিকের ভাই সেজেছে মানিক। বাড়ির ছোটরা মিলে বড়দের জন্য একটি নাটকের আয়োজন করেছে। আর কিছু ভক্ত সেটা দেখে ভেবেছে, সিরিয়ালটি বোধহয় লিপ নিচ্ছে। তবে টিআরপি বাড়ানোর জন্য ভবিষ্যতে গল্পটি সত্যিই লিপ নেবে কি না সেটা এখনই বলা যাচ্ছেনা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর