বাংলাহান্ট ডেস্ক : ফের একবার সুপার মুনের দেখা মিলতে চলেছে পৃথিবীর আকাশে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই সুপার মুন দেখা যাবে আকাশে। চলতি বছরে এই নিয়ে চতুর্থ বারের জন্য মানবজগত সাক্ষী হতে চলেছে সুপার মুনের। এই ঘটনা ‘হারভেস্ট মুন’ নামে পরিচিত পশ্চিমা বিশ্বে। এই ‘হারভেস্ট মুন’ এর সাথেই অবসান ঘটে গ্রীষ্মকালের।
এরপর পশ্চিমী বিশ্ব ধীরে ধীরে এগিয়ে যায় শীতকালের দিকে। চাঁদ আজ পৃথিবীকে প্রদক্ষিণ করবে উপবৃত্তাকার কক্ষপথে। এরফলে চাঁদ ও পৃথিবীর মধ্যেকার দূরত্ব স্থির থাকবে না সব সময়। যখন পৃথিবী ও চাঁদের দূরত্ব কমে আসে তখন তাকে অনুসূর অবস্থান বলা হয়। উল্টোদিকে এই অবস্থান বৃদ্ধি পেলে হয়ে যায় অপসূর অবস্থান।
আরোও পড়ুন : অক্টোবরে বড়সড় পরিবর্তন হচ্ছে ১৮২টি ট্রেনের সময়সূচিতে! নতুন টাইমটেবিল আনছে রেল
এই সুপার মুনের দেখা মেলে অনুসূর অবস্থানেই। সুপার মুনের দিনে অন্য পূর্ণিমার দিনগুলির তুলনায় চাঁদকে অনেক বড় দেখায়। এর আগে পৃথিবী সুপার মুনের সাক্ষী হয়েছিল গত ৩ জুলাই এবং ১ ও ৩০ অগাস্ট। সেইসময় সুপার মুনের সাক্ষী থাকতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল সারা দেশে।
২৮ সেপ্টেম্বর সূর্য অস্ত গেলে উদয় হবে সুপার মুনের। হারভেস্ট মুন দেখা যাবে পরের দিন অর্থাত ২৯ সেপ্টেম্বর ভোর ৪.৩০ মিনিটে। এই সময়টাতে ক্ষেত ভরে থাকে শরতকালীন ফসলে। তাই এর থেকে এই চাঁদের অবস্থার নাম হয়েছে হারভেস্ট মুন। মানব জাতির কৃষিজ সভ্যতার ইতিহাস জড়িয়ে রয়েছে এই নামকরণের সাথে।