চন্দ্রপৃষ্ঠ থেকে আর কতদূরে? চন্দ্রযান-৩ নিয়ে সুখবর শোনাল ISRO, বড় পরীক্ষা আজ রাতেই
বাংলা হান্ট ডেস্ক : কয়েকদিন আগেই চন্দ্রযান ৩-এর (Chandrayaan-3) প্রোপালশান মডিউল থেকে আলাদা হয়েছে ল্যান্ডার বিক্রম। আর এই আলাদা হওয়া ছিল স্বস্তির, খুশির ও গর্বের। বিচ্ছেদের পরবর্তী পরীক্ষাটিও সগৌরবে পাশ করে গেছে এটি। এরপর গত শুক্রবার বিক্রমের গতি কমানো হয়েছে। ইসরো জানিয়েছে, বিক্রম এখন ভালো আছে। স্বাভাবিক ছন্দে নিজের কাজও করে চলেছে সে। উল্লেখ্য, ইন্ডিয়ান … Read more