সব দেশকে পিছনে ফেলে অর্থনীতিতে দ্বিতীয় শক্তি হচ্ছে ভারত, সামনে শুধু চীন
বাংলাহান্ট ডেস্কঃ ভারতে (india) একদিকে গতবছর থেকেই অক্টোপাসের মত আষ্টেপৃষ্ঠে রয়েছে করোনা ভাইরাস, তারউপর করোনা দোসর হিসেবে মাথা চাড়া দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। এসবের মধ্যে দেশ মধ্যস্থ জারি হওয়া লকডাউনের মধ্যে কাজ হারিয়ে বেকার বহু মানুষ। যার ফলে তড়তড় করে নিচের দিকে নামছে দেশের অর্থনীতি (Economy)। কিন্তু এরই মধ্যে এক সুখবর শোনাল বিশ্বব্যাঙ্ক (World Bank)। ঘুরে … Read more