তালিবানদের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে চলেছে ব্রিটেন, দিল পূর্বাভাস
বাংলাহান্ট ডেস্কঃ দীর্ঘ ২০ বছর পর আবারও আফগানিস্তান (afghanistan) দখল নিয়েছে তালিবানরা (taliban)। কিন্তু তালিবানদের এই দৌরাত্ম্যকে কিছুতেই ভালো ভাবে নিচ্ছে না ব্রিটেন (uk)। ব্রিটেনের বিদেশষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব জানিয়েছেন, তালিবানদের জবাব দিতে সবরকমভাবে প্রস্তুত ব্রিটেন, যোগ্য জবাব দেবে ব্রিটেন। জবাব দেওয়ার পথ ইতিমধ্যেই বের করে ফেলেছেন ব্রিটেনের বিদেশষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ‘আফগানিস্তানের আধিকারিক উন্নয়ন সহায়তা বন্ধ … Read more