বাংলাহান্ট ডেস্কঃ এক ভুতুড়ে ঝড়ো হাওয়ার ভিডিও (Video) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। ঘটনাটি ঘটেছে চিনের (china) ইয়াচুয়ানে (Yachuan)। ট্রাফিক সিগন্যালে আর পাঁচটা সাধারণ গাড়ির মতই দাঁড়িয়ে ছিল মাল বোঝাই ট্রাক। হঠাৎ করেই এক দমকা হাওয়ায় উড়ে গেল ট্রাকটি। এমন ভূতুড়ে কাণ্ড দেখে ততক্ষণে শোড়গোল পড়ে গিয়েছে ওই সিগন্যালে। রাস্তার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এই ভূতুড়ে ঝড়ো হাওয়ার কীর্তি। ঘটনাটি ঘটেছে চিনের ইয়াচুয়ানে।
স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, ওই মাল বোঝাই গাড়িটির ওজন ছিল ১.৮ টনের মত। কত ঝোড়ালো হাওয়া হলো যে এই ওজনের ট্রাকটি খেলনা গাড়ির মত উড়ে একপাক খেয়ে আঁছড়ে পড়ে মাটিতে। আরও অবাক করার মত বিষয় হল সিগন্যালে দাঁড়িয়ে থাকা শুধু এই ট্রাকটি ছাড়া আরও বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে ছিল।.তার মধ্যে একটি গাড়ির এই হাওয়ায় কোনও প্রভাব পড়েনি। দেখে নিন ভাইরাল হওয়া ভিডিওটি।
এই সিসিটিভি ফুটেজটি প্রকাশ্যে আসার পরেই চিনের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই ঘটনাটি। স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, গাড়ি চালকের বিশেষ কোনও চোট লাগেনি। সিট বেল্ট থাকায় এ যাত্রায় তিনি রক্ষা পেয়েছেন। তবে এই হাওয়া সাইক্লোন না অন্য কিছু তা নিয়ে কোনও মন্তব্য করেনি আবহাওয়া ও পরিবেশবিদরা।