রেডি রাখুন ছাতা! কিছুক্ষণেই বদলে যাবে আবহাওয়া, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, লেটেস্ট আপডেট

বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগেই মন ভালো করা আবহাওয়া দক্ষিণবঙ্গে। ৫ দিন পরই পুজো। বর্তমানে বৃষ্টির ঝামেলা চলে যাওয়ায় শপিং এ ব্যস্ত সকলে। দক্ষিণবঙ্গ থেকে বর্ষা চলে গিয়েছে ঠিকই তবে উত্তরে স্বমহিমায় বহাল রয়েছে দাপট। অন্যদিকে সাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। সকলের মনে এখন একটাই প্রশ্ন, পুজোর আগে ফের বৃষ্টি হবে না তো? কেমন থাকবে রবিবার বিকেলের আবহাওয়া?

আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা সেরম নেই দক্ষিণবঙ্গে (South Bengal)। শুষ্ক থাকবে আবহাওয়া। তবে রাত থেকেই উত্তরের একাধিক জেলায় চলছে বর্ষণ। সকালেও ঝেঁপে বৃষ্টি হয়েছে। আজ উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রাতের দিকে বৃষ্টি বাড়তে পারে।

যদিও উত্তরবঙ্গের বাকি জেলা গুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। আগামীকালও উত্তরবঙ্গের (North Bengal) ওপরের দিকের পাঁচটি জেলায় বৃষ্টি হবে। তবে পুজোর আগে পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না বললেই চলে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন: ‘এক’ ব্যক্তির কথাতেই হল কাজ! ED-র সহকারী ডিরেক্টরকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল আদালত

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা কিছুটা কমতে পারে আজ থেকে।

weather m

তবে চিন্তা বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১৭ অক্টোবর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যা পরবর্তীতে উত্তর দিকে এগিয়ে বাংলাদেশের পদ্মার মোহনায় পৌঁছতে পারে। সিস্টেমটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ভূভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। যদি এই ঘূর্ণাবর্তের গতিপথ সম্পর্কে এখনও কিছু নির্দিষ্ট করে জানা যায়নি। ফলে এর জেরে পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে কী না তার কোনও পূর্বাভাস এখনও নেই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর