আবহাওয়ার খবর: সরে গিয়েছে সমস্ত পশ্চিমী ঝঞ্ঝা, এবার রেকর্ড গরম পড়তে চলেছে কলকাতায়

 

বাংলা হান্ট ডেস্ক ঃ প্রত্যেক ঋতুতেই এবার নিজের স্বমহিমায় হাজির হয়েছে বর্ষা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত তারপর বসন্তেও হয়েছে বৃষ্টি পশ্চিমী ঝঞ্ঝার ফলে এই বৃষ্টির জেরে মার্চ মাসের প্রথম সপ্তাহতেও বেশ ঠান্ডা অনুভব করেছে কলকাতাবাসীর তবে এবার কেটে গিয়েছে সমস্ত পশ্চিমী ঝঞ্জা তাই চলতি সপ্তাহ থেকেই হু হু করে বাড়তে চলেছে তাপমাত্রা। হাওয়া অফিসের অনুমান, চলতি মাসের শেষ থেকেই লু বইতে পারে কলকাতায়।

IMG 20200306 194811

মার্চ মাসের মাঝখনেই গরমের জন্য অস্বস্তিতে পড়তে চলেছে মানুষজন। আগামী দিনে তাপমাত্রার পারদ আরও কত চড়তে পারে তা অনুমান করা খুব একটা কঠিন নয়।আপাতত আর তেমন কোন বৃষ্টির সম্ভাবনা নেই।

পাশাপাশি যত সময় যাবে ততই চড়তে থাকবে তাপমাত্রার পারদ। এছাড়াও আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এবছর রেকর্ড গড়তে পারে কলকাতায়। এ বিষয়ে তারা আগেভাগেই সতর্ক করেছেন কলকাতা বাসীকে।


Udayan Biswas

সম্পর্কিত খবর