বাংলা হান্ট ডেস্ক : গত বছর ওয়ান ডে বিশ্বকাপে লজ্জাজনক হারের পর ভারতের নজর এখন আসন্ন T20 World Cup দিকে। তারপরেই তালিকায় রয়েছে ২০২৭ এর ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup 2027)। আর এবার সেই প্রতিযোগিতাকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে উদ্যোক্তারা। বিশ্বকাপের ৩ বছর আগেই চূড়ান্ত হয়ে গেল বিশ্বকাপের মাঠগুলি।
উল্লেখ্য যে, আগামী বিশ্বকাপে কেবল দক্ষিণ আফ্রিকাই নয়, উদ্যোক্তাদের তালিকায় নাম রয়েছে জিম্বাবোয়ে এবং নামিবিয়াও। ইতিমধ্যেই মোট ৮টি মাঠ চিহ্নিত করছে ক্রিকেট সাউথ আফ্রিকা। ক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকির মতে, হোটেলের কক্ষ এবং বিমানবন্দরে প্রবেশের প্রাপ্যতা বিবেচনা করে ভেন্যুগুলি নির্ধারণ করা হয়েছে। যদিও জিম্বাবোয়ে এবং নামিবিয়া এখনও মাঠ চূড়ান্ত করেনি।
এইদিন ফোলেতসি আরও বলেন, ‘বিজ্ঞানসম্মত ভাবে সব দিক খতিয়ে দেখে বিশ্বকাপের মাঠগুলি চূড়ান্ত করেছি আমরা। স্টেডিয়ামের কাছাকাছি নির্দিষ্ট মানের হোটেল, অনুশীলনের মাঠ, বিমানবন্দর থেকে দূরত্বের মতো বিষয়গুলি বিবেচনা করতে হয়েছে। বিশ্বকাপের সময় ক্রিকেটারদের যাতে বেশি সফর করতে না হয়, সেই বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়েছি।’
আরও পড়ুন : ‘সবাই আমার প্রতি হতাশ’, গম্ভীরকে জড়িয়ে ধরার পর অবশেষে মুখ খুললেন কোহলি
প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় এমন ১১টি স্টেডিয়াম রয়েছে যেগুলিকে ICC অনুমোদন দিয়েছে। তবে বেনোনি, জেবি মার্কস ওভাল এবং ডায়মন্ড ওভাল, এই তিনটি স্টেডিয়ামকে তালিকা থেকে বাদ দিয়েছে ICC। সূত্রের খবর, প্লেয়ারদের সুবিধা অসুবিধার কথা ভেবে এবং পিচ সংক্রান্ত বেশকিছু সমস্যার কথা মাথায় রেখেই এই তিনটি মাঠকে বাদ দিয়েছে ICC।
আরও পড়ুন : ফের ভাঙবে পাকিস্তান! খসে পড়ল শেহবাজের মুখোশ? ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ইমরান খানের
অন্যদিকে যে আটটি স্টেডিয়ামকে চূড়ান্ত করা হয়েছে সেগুলি হল, স্যান্ডটনের ওয়ান্ডারার্স, সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্ক, ডারবানের কিংসমিড, গকেবেরহার সেন্ট জর্জেস পার্ক, পার্লের বোল্যান্ড পার্ক, কেপটাউনের নিউল্যান্ডস, ব্লুমফনটেইনের মানগাউং ওবাল এবং ইস্ট লন্ডনের বাফেলো পার্ক। উল্লেখ্য যে, ICC ODI র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল সরাসরি টুর্নামেন্টে চলে যাবে যেখানে বাকি ৪টি দল গ্লোবাল কোয়ালিফায়ার টুর্নামেন্ট দ্বারা নির্ধারিত হবে।