দীপার দিন শেষ! খেল দেখালো জি বাংলার এই দুই মেগা, TRP তালিকায় বড় চমক

বাংলা হান্ট ডেস্ক : বিশ্বকাপ মিটতেই খানিকটা ছন্দে ফিরলো বাংলা সিরিয়ালের টিআরপি (Target Rating Point) রেটিং। ধীরে ধীরে বাড়ছে সব সিরিয়ালেরই (Bengali Serial) নম্বর। বিশেষ করে জি বাংলার (Zee Bangla) জন্য তো দারুণ কাটলো এই সপ্তাহটা। সেরার তিনে দেখা গেল আবারও জি-এর দাপট। বিশেষ করে ‘নিম ফুলের মধু’কে (Neem Phuler Madhu) তো থামানোই দায় যেন। অন্যদিকে দারুণ শুরু করল জলসার (Star Jalsha) নতুন মেগা ‘গীতা এলএলবি’।

বাজিমাত পর্ণা-সৃজনের

পর্ণা, সৃজনের ফুলসজ্জা দেখিয়েই বাজিমাত করেছে জি বাংলার ‘নিম ফুলের মধু’। সিরিয়ালটি দিন দিন দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে ভক্তমহলে। নিম ফুলের মধু মহাপর্বের রেটিং ৯.৩, যা প্রশংসার দাবি রাখে। পাশাপাশি আবারও হারানো স্থানে ফিরছে ‘জগদ্ধাত্রী’। চলতি সপ্তাহে ৮.১ পয়েন্ট নিয়ে যৌথভাবে প্রথম স্থান দখল করেছে এই দুই মেগা। তার ঠিক পরেই রয়েছে ‘ফুলকি’। এই মেগার ঝুলিতে এসেছে ৭.৬ পয়েন্ট।

আরও পড়ুন : ‘DA বাধ্যতামূলক নয়, সরকার বিদেশ যাওয়ার সুযোগ তো করে দিয়েছে’, সরকারি কর্মচারীদের কড়া বার্তা মমতার

সেরা তিনে ফিরল অনুরাগের ছোঁয়া 

ওদিকে ফের একবার নতুন করে সফর শুরু করেছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। গত কয়েক সপ্তাহে সেরা পাঁচ থেকে বেরিয়ে যাওয়ার পর ফের একবার সেরা তিনে কামব্যাক করল সূর্য-দীপা। বিশ্বকাপ শেষ হতেই ৭.২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান দখল করল সিরিয়ালটি। সেই সাথে তিন নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ‘কার কাছে কই মনের কথা’।

আরও পড়ুন : মহিলাদের আত্মনির্ভর করতে উদ্যোগ মোদী সরকারের! ১৫ হাজার স্বনির্ভর গোষ্ঠীকে বড় উপহার দেবে কেন্দ্র

তবে বছর শেষ হওয়ার আগেই বড় খেল দেখালো স্টার জলসার ‘গীতা এলএলবি’। ৬.২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর পজিশনে রয়েছে এই মেগা‌। ওদিকে রাণী অন্তঃসত্ত্বা হতেই তরতরিয়ে বেড়েছে ‘তোমাদের রাণী’র টিআরপি। সিরিয়ালের মেইন ট্র্যাক আসতেই তা বেশ পছন্দ করেছে বাংলার দর্শক। ৬.৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে এই মেগা।

star jalsha bengali serial anurager chhowa deepa and arjun meet at the school reunion 1

রইল এই সপ্তাহের সেরা ১০ এর তালিকা :

প্রথম.নিম ফুলের মধু / জগদ্ধাত্রী ৮.১
দ্বিতীয়.ফুলকি ৭.৬
তৃতীয়.অনুরাগের ছোঁয়া / কার কাছে কই ৭.২
চতুর্থ.তোমাদের রাণী ৬.৪
পঞ্চম.গীতা LLB. – ৬.২
ষষ্ঠ.সন্ধ্যাতারা (৬.১)
সপ্তম.Love বিয়ে আজকাল (৬.০)
অষ্টম.ইচ্ছে পুতুল / রাঙা বউ (৫.৯)
নবম.হরগৌরী পাইস হোটেল (৫.৮)
দশম.জল থই থই ভালোবাসা (৫.৭)

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর