৭ গুণ বেড়েছে মুনাফা! মাত্র ১ মাস আগে IPO নিয়ে আসা এই সংস্থার শেয়ারেই এবার রকেটের গতি

Published on:

Published on:

This company's stock is giving great returns after entering the share market.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বিপুলসংখ্যক বিনিয়োগকারী নিয়মিতভাবে শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগ করে থাকেন। তবে, এক্ষেত্রে বিনিয়োগে কিছুটা ঝুঁকি থাকলেও সঠিক শেয়ারে বিনিয়োগ করলে হওয়া যায় লাভবান। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আমরা আপনাদের কাছে এমন একটি শেয়ারের প্রসঙ্গে জানাবো যেটির দাম মঙ্গলবার ১০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়ে ২৪০.৭৬ টাকায় পৌঁছে যায়।

শেয়ার বাজারে (Share Market) এই কোম্পানির স্টকে রকেটের গতি:

মূলত, আজ আমরা সোলার প্যানেল প্রস্তুতকারী সংস্থা এমভি ফটোভোল্টাইক পাওয়ার লিমিটেডের শেয়ারের বিষয়ে জানাবো। কোম্পানিটি তার দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রকাশের পর এই শেয়ারে প্রায় ১০ শতাংশের বৃদ্ধি ঘটে। তবে, বাজার বন্ধের সময়ে BSE-তে এই শেয়ারের দাম ৯.৬০ বৃদ্ধির সঙ্গে ২৩৯.৬৫ টাকায় দাঁড়িয়েছে। জানিয়ে রাখি যে, এই কোম্পানিটি সম্প্রতি তালিকাভুক্ত হয়েছে এবং বিনিয়োগকারীরা এর আর্থিক শক্তি এবং দ্রুত বৃদ্ধির ওপর নজর রাখছেন। ১ ডিসেম্বর পোস্ট মার্কেট পর্যায়ে কোম্পানিটি তার দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করে। যার পরে বাজার কোম্পানির কর্মক্ষমতা সম্পর্কে অত্যন্ত ইতিবাচক ছিল।

This company's stock is giving great returns after entering the share market.

কোম্পানির মুনাফা ৭ গুণ বৃদ্ধি পেয়েছে: উল্লেখ্য যে, ২০২৫-এর জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে এমভি ফটোভোল্টাইক পাওয়ার ২৩৭.৮৬ কনসোলিডিটেড নেট প্রফিট অর্জন করেছে। যা গত বছরের একই ত্রৈমাসিকের ৩৫.১২ কোটি টাকার তুলনায় প্রায় ৭ গুণ বেশি। ত্রৈমাসিক ভিত্তিতে (QoQ) মুনাফাও প্রায় ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিকে, অপারেশনস থেকে আয়ও বার্ষিক ১৮১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,১৩১ কোটি টাকায় পৌঁছেছে। এদিকে, EBITDA-তে ৩৩১ শতাংশ বৃদ্ধি এবং EPS-এ ৫৮০ শতাংশ বৃদ্ধি কোম্পানির কর্মক্ষম শক্তিকে আরও স্পষ্ট করে তুলেছে। কোম্পানির মতে, হাই-এফিসিয়েন্সি সোলার মডিউলের চাহিদা বৃদ্ধির কারণে রেভিনিউ ১৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! ১৫ ডিসেম্বরের আগে অবশ্যই সেরে রাখুন এই গুরুত্বপূর্ণ কাজ, নাহলেই হবে জরিমানা

কী জানিয়েছে কোম্পানি: ইতিমধ্যেই এমভি ফটোভোল্টাইক পাওয়ার লিমিটেড জানিয়েছে যে, IPO আয়ের একটি উল্লেখযোগ্য অংশ দীর্ঘস্থায়ী ১,৬২১ কোটি ঋণ পরিশোধের জন্য ব্যবহার করা হয়েছে। যা কোম্পানির ব্যালেন্স শিটকে শক্তিশালী করেছে এবং সুদের ব্যয় হ্রাস করেছে। কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মঞ্জুনাথ দোন্থি ভেঙ্কটারথনাইয়া জানিয়েছেন যে এটি কোম্পানির জন্য একটি ‘ঐতিহাসিক প্রথমার্ধ’। তিনি আরও জানান, প্রায় ৭ গুণ PAT গ্রোথ কোম্পানির শক্তিশালী উৎপাদন ক্ষমতা এবং ক্রমবর্ধমান গ্রাহক আস্থার প্রমাণ। তাঁর মতে, সফল IPO-র পর, কোম্পানি এখন তার সম্প্রসারণ পরিকল্পনা দ্রুত এগিয়ে নেওয়ার অবস্থানে রয়েছে।

আরও পড়ুন: আচমকাই পদত্যাগ করলেন ভারতীয় মহিলা হকি দলের হেড কোচ! নিজেই জানালেন কারণ

কোম্পানির শেয়ারের অবস্থা: শেয়ার বাজারে কোম্পানির তালিকাভুক্তি রীতিমতো মিউটেড ছিল। কারণ ১৮ নভেম্বর ২১৭ টাকায় তালিকাভুক্ত হয়েছিল। যা এর IPO মূল্যের সমান। তবে তালিকাভুক্তির পর থেকে শেয়ারটি ১২ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। কোম্পানির বর্তমান মার্কেট ক্যাপ প্রায় ১৬,৪৭৫ কোটি টাকা। ভবিষ্যতে, ভারতের ৫০০ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা বিবেচনা করে, দ্রুত বর্ধনশীল এই সেক্টরের শক্তিশালী অবস্থানের মাধ্যমে কোম্পানিটি বিশাল সুযোগগুলিকে পুঁজি করে নিজেদের আরও শক্তিশালী করছে।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।