প্রথমবারেই জোড়া মন্ত্রকের দায়িত্বে সুকান্ত! মোদী মন্ত্রীসভায় এবার বড় চমক, কে পাচ্ছেন কোন দায়িত্ব?

বাংলা হান্ট ডেস্ক: গত রবিবার তৃতীয়বারের জন্য দেশের (India) প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। পাশাপাশি, ওইদিনই শপথ গ্রহণ করেন মোট ৭১ জন মন্ত্রী। এমতাবস্থায়, গতকাল শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন হলেও মন্ত্রীদের মধ্যে কে কোন মন্ত্রক পাচ্ছেন সেই বিষয়টি জানা যায়নি। তবে, এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সামনে এল মন্ত্রক সহ মন্ত্রীদের তালিকা। এবারেও, অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকছেন। পাশাপাশি, প্রতিরক্ষা মন্ত্রী হলেন রাজনাথ সিং।

এছাড়াও, আগেরবারের মতোই কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর দায়িত্ব থাকল নীতিন গড়করির কাছেই। এদিকে, কেন্দ্রীয় সড়ক পরিবহণ প্রতিমন্ত্রী হলেন অজয় টামটা এবং হর্ষ মল্লোহা। গতবারের মতোই বিদেশমন্ত্রী হলেন এস জয়শঙ্কর। পাশাপাশি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে ফের দায়িত্ব পালন করবেন নির্মলা সীতারমন। মনোহর লাল খট্টর হলেন কেন্দ্রীয় বিদ্যুৎ-নগরোন্নয়ন মন্ত্রী। পাশাপাশি, কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের দায়িত্বে থাকছেন জিতেনরাম মাঝি।

   

Big surprise in the Modi cabinet.

চিরাগ পাসোয়ান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এদিকে, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান হলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী। পাশাপাশি, কৃষির সঙ্গে কিষাণ কল্যাণ-পঞ্চায়েতমন্ত্রীর দায়িত্বও থাকছে শিবরাজ সিংহ চৌহানের কাছে। গতবারের মতোই রেলের সঙ্গে তথ্য সম্প্রচারমন্ত্রকের দায়িত্ব দেওয়া হল অশ্বিনী বৈষ্ণবকেই। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল টিডিপি সাংসদ রাম মোহন নাইডুর হাতে।

আরও পড়ুন: শুধু ICC-র সবুজ সংকেতের অপেক্ষা! ফের মোকাবিলা হবে ভারত-পাকিস্তানের, সামনে এল দিনক্ষণ

পাশাপাশি, জলশক্তি মন্ত্রকের দায়িত্ব পাচ্ছেন গুজরাতের বিজেপি সাংসদ সিআর পাতিল। ধর্মেন্দ্র প্রধানকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। গতবারের মতোই পেট্রোলিয়াম মন্ত্রকের দায়িত্ব পেলেন হরদীপ সিংহ পুরী। কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী হলেন এইচ ডি কুমারস্বামী। পাশাপাশি সংসদ বিষয়ক মন্ত্রী হলেন কিরেণ রজজু। এদিকে, গতবারের মতোই জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন বাংলা থেকে নির্বাচিত শান্তনু ঠাকুর।

আরও পড়ুন: ট্রাক্টর বিক্রি করে কিনেছিলেন টিকিট! পাকিস্তান ম্যাচ হারতেই কান্নায় ভেঙে পড়লেন ব্যক্তি, ভাইরাল ভিডিও

এদিকে, শিক্ষা সহ উত্তর-পূর্ব উন্নয়নের প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রীর দায়িত্ব পেলেন প্রহ্লাদ জোশী। এর পাশাপাশি জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে দেওয়া হল টেলিকম মন্ত্রক। শ্রমমন্ত্রীর দায়িত্বে থাকছেন মনসুখ মাণ্ডব্য। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী হলেন অন্নপূর্ণা দেবী।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর