IPL-র আগে ঝড় তুললেন রিঙ্কু সিং! ফিল সল্টও দেখালেন কামাল, স্বস্তিতে KKR

বাংলা হান্ট ডেস্ক: আর নেই সময়! IPL (Indian Premier League)-এর আগে ইতিমধ্যেই সব দলের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে। দলের ক্যাম্পে অনুশীলন করছেন খেলোয়াড়রাও। এদিকে, এরই মধ্যে কিছু দল নিজেদের খেলোয়াড়দের নিয়ে দু’টি দল করেছে, যাতে নিজেদের মধ্যে প্রস্তুতি নেওয়া যায়। এমন পরিস্থিতিতে, দু’বারের IPL চ্যাম্পিয়ন KKR (Kolkata Knight Riders)-এর প্রস্তুতিও বর্তমানে দ্রুত গতিতে চলছে। পাশাপাশি, অনুশীলন ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম বিস্ফোরক ব্যাটার রিঙ্কু সিং (Rinku Singh) দুর্দান্ত এক ইনিংস খেলেন। এছাড়াও, ফিল সল্ট (Phil Salt) ও নীতিশ রানাও (Nitish Rana)-ও ভালো পারফর্ম করেছেন।

ফিল সল্ট ৭৮ রানের ইনিংস খেলেন, রানা করেন ৫০ রান: উল্লেখ্য যে, KKR কে এই বছরের প্রথম ম্যাচ খেলতে হবে ২৩ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে। ওইদিন সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে KKR। তাই দলের ক্যাম্পও চলছে কলকাতায়। এই বছরের IPL-এর আগে দলটি তাদের দলে জেসন রয়কে অন্তর্ভুক্ত করেছিল। কিন্তু শেষ মুহূর্তে তিনি খেলতে অস্বীকার করেন। এর পরে, ফিল সল্টকে তড়িঘড়ি করে দলে অন্তর্ভুক্ত করা হয়।

Rinku Singh's excellent performance before IPL.

এদিকে অনুশীলন ম্যাচ খেলার সময় ৪১ বলে ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। পাশাপাশি, আমরা যদি সহ-অধিনায়ক নীতীশ রানার কথা বলি, তিনিও ৩০ বলে ৫০ রান করেন। গত বছর শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেন নীতীশ রানা। তবে, এখন শ্রেয়স আইয়ার অধিনায়ক হিসেবে ফিরেছেন। তাই সহ-অধিনায়কের ভূমিকায় থাকবেন রানা।

আরও পড়ুন: হার মানবে সিনেমাও, আকাশ থেকে নেমে ৩৫ জলদস্যুকে জব্দ করল MARCOS! ভাইরাল ভিডিও

রিঙ্কু সিং ১৬ বলে ৩৭ রান করেন: এদিকে, রিঙ্কু সিং-ও রানের মধ্যে রয়েছেন। অনুশীলন ম্যাচে, তিনি মাত্র ১৬ বলে ৩৭ রান করেন। তার মানে রিঙ্কুর স্ট্রাইক রেট ছিল ২০০-রও বেশি। অন্যদিকে বোলিং করতে গিয়ে বরুণ চক্রবর্তী ৪০ রানে দু’টি উইকেট নেন। উল্লেখ্য যে, গত বছর IPL-এ অসাধারণ পারফর্ম করেছিলেন রিঙ্কু সিং। এরপর টিম ইন্ডিয়ার হয়ে অভিষেকের সুযোগ পান তিনি। সেখানেও তিনি তাঁর খেলায় আক্রমণাত্মক স্টাইল অব্যাহত রাখেন। তবে, এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে আবারও ম্যাচ জেতানো ইনিংস খেলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! এবার সিম পোর্ট করার জন্য অপেক্ষা করতে হবে এত দিন! নিয়ম পরিবর্তন TRAI-এর

কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর: জানিয়ে রাখি যে, গত বছরের তুলনায় এই বছর কলকাতা নাইট রাইডার্স দলে কিছু পরিবর্তন হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, গৌতম গম্ভীরকে মেন্টর করা হয়েছে। এর আগে তিনি ২ বছর LSG-র সঙ্গে যুক্ত ছিলেন। উল্লেখ্য যে, গৌতম গম্ভীরের নেতৃত্বে KKR দু’বার IPL-এর শিরোপা জিতেছে। এবার গম্ভীর এসেছেন নতুন ভূমিকায়। এমতাবস্থায়, এবার KKR কেমন পারফর্ম করে সেদিকেই নজর থাকবে সকলের।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর