বিয়ে করে নিলেন প্রসন্নময়ী! অনস্ক্রিন বৌমার গোপন বিয়েতে হাজির শাশুড়ি রোশনিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: চুপিচুপি বিয়ে সেরে নিলেন করুণাময়ী রাণী রাসমণির প্রসন্নময়ী ওরফে সোমাশ্রী ভট্টাচার্য (somashri bhattacharya)। দেবীপক্ষের সূচনাতেই নিজের জীবনেরও এক নতুন ইনিংসের সূচনা করলেন অভিনেত্রী। না, এ কোনো সিরিয়াল বা ছবির শুটিংয়ের দৃশ‍্য নয়। বাস্তবেই ‌বিয়ে সেরেছেন সোমাশ্রী।

দীর্ঘদিনের প্রেমিক শুভময় মিত্রের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী। বেশ কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন দুজনে। সেই সম্পর্কটাই এবার আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন সোমাশ্রী শুভময়। প্রেম নিয়ে কোনোদিনই লুকোছাপা করেননি অভিনেত্রী। বরং প্রেমিককে সঙ্গে নিয়েই দিদি নাম্বার ওয়ানে খেলতে গিয়েছিলেন তিনি।


বিয়ের খবরও ঘোষনা করেছেন নিজেই। কিন্তু হঠাৎ এমন খবরে বিষম খেয়েছেন অনেকেই। তবে অনুষ্ঠান করে সামাজিক বিয়ে নয়। মহালয়ার আগের দিন ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান করে রেজিস্ট্রি ম‍্যারেজ সেরেছেন সোমাশ্রী শুভময়। লাল লাড়ি, হালকা সোনার গয়নায় সেজেছিলেন অভিনেত্রী। খোঁপায় লাগিয়েছিলেন ফুল। শুভময়ের সঙ্গে রোম‍্যান্টিক পোজ দিয়ে ছবি তুলে বিয়ের খবর শেয়ার করেন তিনি।

https://www.instagram.com/p/CUp056mhfTA/?utm_medium=copy_link


অনস্ক্রিন বৌমা প্রসন্নকে আশীর্বাদ দিতে পৌঁছে গিয়েছিলেন শাশুড়ি মা জগদম্বা ওরফে রোশনি ভট্টাচার্য। তাঁরও খুব শিগগিরিই বিয়ের সানাই বাজতে চলেছে। হবু বরকে পাশে নিয়ে সোমাশ্রীকে জড়িয়ে ধরে ছবি তুলেছেন রোশনি। অনুষ্ঠানে এদিন দেখা গেল আদৃত রায়ের প্রেমিকা সুপ্রিয়া মণ্ডলকেও।


‘করুণাময়ী রানী রাসমণি’তে প্রসন্নময়ীর চরিত্রে অভিনয় করেছেন সোমাশ্রী। এছাড়া ওই চ‍্যানেলেই ‘কি করে বলব তোমায়’ সিরিয়ালেও তৃষার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই মুহূর্তে আকাশ আট চ‍্যানেলে ইকির মিকির সিরিয়ালে অভিনয় করছেন সোমাশ্রী।

সম্পর্কিত খবর

X