নিজাম প্যালেসে হাজির হলেন না কালীঘাটের কাকু! আইনজীবীর হাত দিয়ে পাঠালেন নথিপত্র

বাংলা হান্ট ডেস্ক : নিজাম প্যালেসে আজ সোমবার সশরীরে হাজিরা দিলেন না কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra)। নথিপত্র-সহ নিজাম প্যালেসে পাঠালেন তাঁর আইনজীবীকে। তিনি দাবি করেন, তাঁকে নাকি ডাকাই হয়নি। বরং বেশ কিছু নথিপত্র চাওয়া হয়েছে আজ ৷ সেগুলি নির্দিষ্ট সময়সূচি মেনেই তাঁর আইনজীবীরা সেই সকল নথিপত্র পৌঁছে দেন নিজাম প্যালেসে। এমনই দাবি তাঁর। গত সপ্তাহে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে বেশ কয়েকঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন নিজাম প্যালেসের সিবিআইয়ের (CBI) আধিকারিকরা।

জানা যায়, তাঁর বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিরা লক্ষাধিক টাকা আদান প্রদান করেছে । এই টাকার উৎস কী? আদান-প্রদান সংক্রান্ত কোনও তথ্য পরিষ্কার করে এখনও সিবিআইয়ের কাছে তুলে ধরতে পারেননি সুজয়কৃষ্ণ ভদ্র (Sujoy Krishna Bhadra on WB Recruitment Scam)। ফলে সোমবার তাঁর ব্যাঙ্কের যাবতীয় কাগজপত্র ও আয় ব্যয়ের হিসাব ছাড়াও তাঁর স্ত্রী এবং মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য সকাল সাড়ে দশটার মধ্যে নিজাম প্যালেসে দেওয়ার জন্য নির্দেশ দেয় সিবিআই। গত শনিবার রাতে সিবিআই আধিকারিকরা বেহালার সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে গিয়ে সেই নোটিশ দিয়ে আসেন।

প্রসঙ্গত, কালীঘাটের কাকুর নাম প্রথম সোনা যায় গোপাল দলপতির মুখে । এরপরই কালীঘাটের কাকুকে খুঁজে বের করেন তদন্তকারী আধিকারিকরা। আর এই কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের সঙ্গে সরাসরি যোগ ছিল হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের। গোপাল দলপতিকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা প্রথম জানতে পারেন যে কুন্তল ঘোষ একাধিকবার গোপালকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের লাভের টাকা দেওয়ার জন্য চাপ দিত। তাঁকে বারবার কুন্তল বলত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কাছে টাকা পৌঁছে দিতে হবে ।

sujoy 2

সিবিআইয়ের আধিকারিকরদের দাবি, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় যে কোটি কোটি কালো টাকা আসত তা কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কাছে পৌঁছে দেওয়া হত। এই টাকা সাদা করার জন্য নিজের স্ত্রী এবং মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কাজে লাগাতেন সুজয় । ফলে তাঁর স্ত্রী এবং মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য খতিয়ে দেখতে চান সিবিআইয়ে গোয়েন্দারা ।

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার টাকা গোপাল দলপতি মারফত কুন্তল ঘোষ এবং কুন্তল ঘোষের থেকে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কাছে পৌঁছনোর পর সেই টাকা কোন কোন প্রভাবশালীদের ব্যাঙ্কে ঢুকেছে তা খুঁজে বের করতে হবে৷ কালীঘাটের কাকুর সঙ্গে কোন কোন প্রভাবশালী ব্যক্তির যোগাযোগ রয়েছে, তাও জানতে চাইছেন সিবিআইয় আধিকারিকরা।


Sudipto

সম্পর্কিত খবর