শীতের কামড়ে জবুথবু বাংলা, তারমাঝেই ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত! দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
বাংলা হান্ট ডেস্ক : ঘূর্ণিঝড় মিগজাউম (Cyclone Michaung) এতদিন শীতের (Winter) দোর আটকে দাঁড়িয়ে ছিল যেন। আর এবার ঘূর্ণিঝড়ের প্রভাব কমতেই রাজ্যে ঢুকেছে উত্তুরে হাওয়া। ডিসেম্বরের শুরুতেই হাড় কাঁপানো ঠাণ্ডায় জবুথুবু হয়ে গিয়েছে দক্ষিণের সমস্ত জেলা। বাঙলার (West Bengal) মানুষজন দুপুরের মিঠে রোদে কমলালেবুর স্বাদ নেওয়া সবে শুরু করেছিল তারমধ্যেই খবর, ফের সাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত৷ … Read more