বেতন মিলবে ৫৬ হাজার! মাধ্যমিক পাশেই এবার চাকরির দুর্দান্ত সুযোগ, এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার সুবর্ণ সুযোগ! বিশেষ করে যাঁরা ভারতীয় সেনা বাহিনীতে (Indian Army) যোগদানের স্বপ্ন দেখেন তাঁদের জন্য একটি সুখবর সামনে এসেছে। এই প্ৰসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার ভারতীয় সেনায় এমটিএস (মাল্টি টাস্কিং স্টাফ) সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে। এমতাবস্থায়, বর্তমান প্ৰতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

কোন কোন পদে করা হবে নিয়োগ: এই প্রসঙ্গে হেড কোয়ারটার্স সাউদার্ন কমান্ডের নোটিফিকেশন অনুযায়ী জানা গিয়েছে যে, এমটিএস (মেসেঞ্জার) পদে ১৩ টি শূন্যপদ রয়েছে। পাশাপাশি, এমটিএস (দফতর)-এর জন্য ৩ টি শূন্যপদ রয়েছে। এছাড়াও কুকের জন্য ২ টি, ধোপা পদে ২ টি, ৩ টি শূন্যপদ মজুরের ও ১ টি শূন্যপদ মালির জন্য রয়েছে।

বয়সসীমা: এমতাবস্থায় , যাঁরা আবেদন করতে চান তাঁদের বয়সসীমা হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা: উল্লেখ্য যে, মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্য আবেদনকারীকে নূন্যতম দশম শ্রেণি পাশ হতে হবে। পাশাপাশি, যে পদে প্রার্থী আবেদন করছেন সেই বিষয়ে তাঁর ধারণা থাকা প্রয়োজন।

আরও পড়ুন: এই ব্যাঙ্কগুলিতে ফিক্সড ডিপোজিট থাকলেই ৫ বছর পর হয়ে যাবেন মালামাল! বাঁচবে ট্যাক্সও

বেতন: এই পদের জন্য কেন্দ্রীয় সপ্তম বেতন আয়োগ অনুযায়ী বেতন হবে ১৮,০০০ থেকে ৫৬,৯০০০ টাকা পর্যন্ত। সঙ্গে অ্যালাওয়েন্সও প্ৰদান করা হবে।

আরও পড়ুন: আগামীকাল শেষ হচ্ছে ডেডলাইন, তার আগেই ২০০০ টাকা নিয়ে বড় কথা জানালেন RBI গভর্নর

নিয়োগ পদ্ধতি: এমটিএসের জন্য লিখিত পরীক্ষা সম্পন্ন হবে। যেখানে জেনারেল ইন্টালিজেন্স সহ জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং ও ইংরেজি বিষয় থেকে প্রশ্ন থাকবে। পাশাপাশি, প্রার্থীদের স্কিল টেস্টও দিতে হবে। মূলত, লিখিত পরীক্ষায় যাঁরা পাশ করবেন তাঁরাই স্কিল টেস্ট দিতে পারবেন।

There is a great job opportunity

গুরুত্বপূর্ণ তারিখ: জানিয়ে রাখি যে, এক্ষেত্রে ১৮ সেপ্টেম্বর থেকে আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে। যা চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত।

আবেদনের লিঙ্ক: ইচ্ছুক প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট www.hqscrecruitment.in-এ আবেদন জমা দিতে পারবেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর