Any

trai 4

বিপদ আসন্ন! ভারতের সমস্ত মোবাইল ইউজারদের সতর্ক করল TRAI, প্রকাশ্যে বড় তথ্য

বাংলা হান্ট ডেস্ক : আজকাল সকলের হাতেই ফোন (Mobile Phone)। এমন মানুষ খুব কম আছেন যে ফোন ব্যবহার করেন না। কিন্তু ফোন ব্যবহার করার সময় অনেকেই স্ক্যামের শিকার হন। কীভাবে বাঁচবেন এই স্ক্যামের (Scam) হাত থেকে? জানতে হলে প্রতিবেদনটির উপর চোখ রাখুন।

আজকাল অনেকসময় অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। এবং ওপার থেকে বলা হয় যে সে একজন সরকারি আধিকারিক। আর তখনই আপনার কাছ থেকে আপনার আধার নম্বর (Adhar Number), ব্যাংক ডিটেলস (Bank Details) হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এরকম ফোন আপনার কাছে এসে থাকে তাহলে, আপনিও ওই স্ক্যামের শিকার হতে পারেন। তাই এই বিষয়টি নিয়ে কিছু সতর্কতা জারি করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (Telecom Regulatory Authority of India)।

ট্রাই এই স্ক্যামের বিষয় নিয়ে সতর্কতা জারি করেছে। এবং যারা এই সকল স্ক্যামের শিকার হয়েছেন তাদের সাথে যোগাযোগ করে অভিযোগ দায়ের করতে বলেছেন। ট্রাই মোবাইল ব্যবহারকারীদের ফোনে বার্তা পাঠিয়ে তাদের প্রতারণামূলক ক্রিয়াকলাপের সম্পর্কে সচেতনতার পরামর্শ দিয়েছে।

আরও পড়ুন : নতুন বছরেও বজায় রইল জি বাংলার দাপট! বেঙ্গল টপার কে? রইল ওলটপালট করা TRP তালিকা