বাংলা হান্ট ডেস্ক: বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ওই দেশের সাথে পাকিস্তানের (Pakistan-Bangladesh) বন্ধুত্ব গভীরতর হচ্ছে। বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার এবং পাকিস্তানের শেহবাজ শরীফ সরকার বন্ধুত্বের পথে আরেক ধাপ এগিয়েছে। ইতিমধ্যেই ঢাকায় পাকিস্তান ও বাংলাদেশের আধিকারিকদের মধ্যে সম্পন্ন হয়েছে বৈঠক। যেখানে এই দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার আসল উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন উঠতে শুরু করেছে?পাকিস্তানের অ্যাডিশনাল ফরেন সেক্রেটারি (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়) ইমরান আহমেদ সিদ্দিকী বাংলাদেশের উচ্চ আধিকারিকদের সাথে কয়েক দফা আলোচনা করেছেন। যেখানে বৈদেশিক নীতি থেকে শুরু করে বাণিজ্য, সংস্কৃতি, ভিসা এবং জনগণের মধ্যে যোগাযোগের মতো বিষয় নিয়ে আলোচনা করা হয়। কিন্তু সেটি কি কেবল একটি সাধারণ কূটনৈতিক কথোপকথন ছিল নাকি এর পিছনে লুকিয়ে আছে কিছু বড় এজেন্ডা?
বাংলাদেশ-পাকিস্তানের (Pakistan-Bangladesh) ক্রমবর্ধমান বন্ধুত্ব:
হঠাৎ করে কেন বাংলাদেশের কথা মনে পড়ল পাকিস্তানের: ভারতের চির প্রতিপক্ষ পাকিস্তান যখন বাংলাদেশের (Pakistan-Bangladesh) সঙ্গে এমন গভীর কূটনৈতিক আলোচনায় বসেছে, তখন এই প্রশ্ন আসা স্বাভাবিক যে ঢাকা-ইসলামাবাদের সম্পর্কের নতুন মোড় ঘটছে কি না?এদিকে, পাকিস্তান হাইকমিশনের বিবৃতি অনুযায়ী, বাংলাদেশের বিদেশসচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠকে উভয় পক্ষই আগামী দিনে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে কথা বলেছেন। শুধু তাই নয়, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হয়েছে।
এছাড়াও, বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সঙ্গে আলাপচারিতায় অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক আরও গভীর করার বিষয়ে কথা হয়। উভয় দেশ সাংস্কৃতিক সহযোগিতা থেকে শুরু করে সঙ্গীত, সিনেমা, থিয়েটার এবং যুবকদের মধ্যে যোগাযোগে জোরদার সম্মত হয়েছে।
বাংলাদেশ কি ভারতের জন্য সমস্যা তৈরি করবে: এদিকে, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশের (Pakistan-Bangladesh) এই নতুন অবস্থান ভারতের জন্য শঙ্কার ঘণ্টা বাজাতে পারে। বিশেষ করে ইতিমধ্যেই বাংলাদেশ সম্প্রতি ভারতীয় সীমান্তের কাছে তুরস্ক থেকে কেনা TB-2 Bayraktar ড্রোন মোতায়েন করেছে।এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি এই ড্রোনগুলিকে ক্রমাগত পরিচালনা করতে দেখেছে এবং তাদের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে। গত কয়েক মাসে, এই ড্রোনগুলি বেশ কয়েকবার উড়েছে এবং ভারতীয় সীমান্তের কাছে নজরদারি চালাচ্ছে।
আরও পড়ুন: NFT দুনিয়ায় নয়া ঝড়! নিজের তৈরি NFT দিয়েই হয়ে যান বড়লোক, সামনে এল TreasureNFT AUCTION Details
বাংলাদেশে কি পাকিস্তানের প্রভাব বাড়ছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, এই প্রথম নয় যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের (Pakistan-Bangladesh) ঘনিষ্ঠতা ভারতের জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। ঢাকা সম্প্রতি তুরস্ক, ইরান এবং মালয়েশিয়া সহ বেশ কয়েকটি ইসলামিক দেশের সাথে তার প্রতিরক্ষা ও বাণিজ্য সম্পর্ক জোরদার করেছে। অর্থনৈতিক সঙ্কট ও অভ্যন্তরীণ অস্থিতিশীলতার সঙ্গে লড়াই করা পাকিস্তান এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে। কিন্তু এই বিষয়গুলিকে কি সত্যিই স্বাভাবিক কূটনৈতিক প্রচেষ্টা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনও কৌশল, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন: ভারতের সাথে টক্কর দিতে গিয়েই নাকানি-চোবানি খাচ্ছে পাকিস্তান, এবার লজ্জার নজির গড়ল পড়শি দেশ
এমতাবস্থায়, বাংলাদেশের এই অবস্থান ভারতের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষ করে যখন পাকিস্তান অতীত থেকেই বাংলাদেশের (Pakistan-Bangladesh) মৌলবাদী সংগঠন ও ভারতবিরোধী অবস্থানকে সমর্থন করে আসছে। এখন দেখার বিষয় ভারত এই ক্রমবর্ধমান তৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে নাকি কূটনৈতিক উপায়ে শান্তিপূর্ণভাবে পুরো ঘটনাটি সমাধানের চেষ্টা করবে। তবে, একটা কথা নিশ্চিত যে, পাকিস্তান ও বাংলাদেশের এই নতুন বন্ধুত্ব ভারতের জন্য হুমকির চেয়ে কম কিছু নয়।