Tag: Drugs

  • সারার বাড়িতে পৌঁছাল NCBর টিম, মাদক মামলায় সমন পেলেন অভিনেত্রী

    সারার বাড়িতে পৌঁছাল NCBর টিম, মাদক মামলায় সমন পেলেন অভিনেত্রী

    বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (bollywood) মাদক (drugs) মামলায় গভীর ভাবে জড়ালেন সারা আলি খান (sara ali khan)। নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর (NCB) জেরায় রিয়া চক্রবর্তী সারার নাম নিয়েছেন। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সারাও নেশা করতেন। এই খবর প্রকাশ‍্যে আসার পর থেকেই হইচই শুরু হয় নেটদুনিয়ায়। অবশেষে সমন জারির জন‍্য সারা আলি খানের বাড়ি পৌঁছল NCB।

    সবে মাত্র জানা গিয়েছে, সারা আলি খানের বাড়িতে গিয়েছে NCB এর একটি টিম। মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন‍্য সমন পেলেন সারা। এবার রিয়ার মতোই NCB এর জেরার মুখে পড়তে হবে অভিনেত্রীকে। তবে কোনদিন তাঁকে জেরার জন‍্য ডাকা হয়েছে তা এখনো জানা যায়নি।


    এর আগে মাদক যোগে NCBর জেরায় রিয়া সারা আলি খান রকুল প্রীত সিংয়ের নাম নিয়েছেন। এই খবর প্রকাশ‍্যে আসতেই তুমুল হইচই শুরু হয় সোশ‍্যাল মিডিয়ায়। সারা ও রকুলকে কার্যত তুলোধনা করে নেটিজেনরা।
    একটি সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের তরফে দাবি করা হয় NCBর জেরায় সারা আলি খান ও রকুল প্রীতের নাম নিয়েছেন রিয়া। এরা দুজনেই নিয়মিত মাদক নেন বলে নাকি দাবি করেন রিয়া।

    সম্প্রতি রিয়া ফের দাবি করেন, কেদারনাথ ছবির শুটিংয়ে নাকি নেশা করেই থাকতেন সুশান্ত ও সারা আলি খান। এর আগেই মাদক মামলায় সারার নাম নিয়েছিলেন রিয়া। সেই সূত্রে চলতি সপ্তাহেই সারা, শ্রদ্ধা কাপুরকে ডেকে পাঠাতে পারে NCB। এমনটাই খবর আগে জানা গিয়েছিল।

    এছাড়াও প্রকাশ‍্যে এসেছে একটি গোপন ভিডিও যেখানে সুশান্তের সঙ্গে বসে সারাকে ধূমপান করতে দেখা যাচ্ছে। ওই বাগান বাড়িতেই ভিডিওটি শুট করা হয়েছে বলে খবর। নেটিজেনদের সন্দেহ সারা ও সুশান্ত আদৌ কি ধূমপান করছিলেন? নাকি মাদক সেবন করছিলেন? আশা করা যাচ্ছে NCBর জেরায় আসল সত‍্যিটা উঠে আসবে।

  • দীপিকার হ‍্যালোউইন পার্টিতে মাদক! সামনে এল আরও তিন হাই প্রোফাইল তারকার নাম

    দীপিকার হ‍্যালোউইন পার্টিতে মাদক! সামনে এল আরও তিন হাই প্রোফাইল তারকার নাম

    বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সি‌ং রাজপুত মামলায় মাদক (drugs) চক্রের সঙ্গে যুক্ত বলিউড তারকাদের সমন পাঠাচ্ছে নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরো (NCB)। গতকালই এই মামলায় সামনে এসেছে দীপিকা পাডুকোনের (deepika padukone) ম‍্যানেজার করিশ্মা প্রকাশের নাম।

    এরই মাঝে প্রকাশ‍্যে এল আরও বড় খবর। সামনে এসেছে দীপিকা পাডুকোনের হ‍্যালোউইন পার্টির আসল সত‍্য। সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, আরও তিন বলিউড তারকার নাম উঠে এসেছে মাদক মামলায়। একটি হোয়াটসঅ্যাপ চ‍্যাট এসেছে NCBর হাতে যেখানে D ও K এর মধ‍্যে মাদক সংক্রান্ত কথাবার্তা হতে দেখা গিয়েছে।


    জানা গিয়েছে, D হলেন দীপিকা পাডুকোন ও K হলেন তাঁর ট‍্যালেন্ট ম‍্যানেজার করিশ্মা প্রকাশ। করিশ্মাকে দীপিকা জিজ্ঞাসা করেন, “মাল হ‍্যায় কেয়া?” এখানে মাল বলতে মাদক বোঝানো হয়েছে। উল্লেখ‍্য, এই চ‍্যাট ২০১৭ সালের ২৮ অক্টোবরের। চ‍্যাটে করিশ্মা দীপিকাকে জিজ্ঞাসা করেন, “আপনি কোকো কখন পৌঁছাবেন?” উত্তরে অভিনেত্রী জানান, ১১:৩০ থেকে ১২টার মধ‍্যে।

    কোকো হল মুম্বইয়ের অন‍্যতম বড় পাব। এখানে প্রায়ই বলিউড তারকাদের পার্টির আয়োজন হয়। জানা গিয়েছে, ২০১৭ সালের ২৮ অক্টোবর কোকো পাবে একটি হ‍্যালোউইন পার্টি হয়েছিল যেখানে দীপিকার সঙ্গে উপস্থিত ছিলেন সোনাক্ষী সিনহা, সিদ্ধার্থ মালহোত্রা ও আদিত‍্য রয় কাপুর।

    কিছুদিন পরে কোকো পাবের তরফেই সোশ‍্যাল মিডিয়ায় পার্টির ছবি পোস্ট করা হয়। এমন অবস্থায় প্রশ্ন উঠছে ওই পার্টিতে ঠিক কি হয়েছিল? দীপিকা কি করিশ্মার থেকে এই পার্টির জন‍্যই মাদক চেয়েছিলেন? তবে এই বিষয়ে সোনাক্ষী, সিদ্ধার্থ, আদিত‍্য কেউই মুখ খোলেননি।

    উল্লেখ‍্য, মাদক মামলায় সুশান্তের ট‍্যালেন্ট ম‍্যানেজার জয়া শাহের সঙ্গে নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর জিজ্ঞাসাবাদে কয়েকজন বলিউড তারকার নাম উঠে আসে। তাদের মধ‍্যে রয়েছে শ্রদ্ধা কাপুর ও দীপিকা পাডুকোনের নাম। একটি হোয়াটসঅ্যাপ চ‍্যাট এসেছে NCBর হাতে যেখানে D ও K এর মধ‍্যে মাদক সংক্রান্ত কথাবার্তা হতে দেখা গিয়েছে।

    জানা গিয়েছে, D হলেন দীপিকা পাডুকোন ও K হলেন তাঁর ট‍্যালেন্ট ম‍্যানেজার করিশ্মা প্রকাশ। করিশ্মাকে দীপিকা জিজ্ঞাসা করেন, “মাল হ‍্যায় কেয়া?” এখানে মাল বলতে মাদক বোঝানো হয়েছে। করিশ্মাকে ইতিমধ‍্যেই সমন পাঠিয়েছে NCB। শোনা যাচ্ছে চলতি সপ্তাহেই দীপিকাকেও ডাকতে পারে NCB।

  • হাই প্রোফাইল তারকা হয়ে ম‍্যানেজারের কাছে ‘মাল’ চান! দীপিকাকে তুলোধনা কঙ্গনার

    হাই প্রোফাইল তারকা হয়ে ম‍্যানেজারের কাছে ‘মাল’ চান! দীপিকাকে তুলোধনা কঙ্গনার

    বাংলাহান্ট ডেস্ক: মাদক (drugs) মামলায় দীপিকা পাডুকোনের (deepika padukone) নাম জড়াতেই ফের আসরে নামলেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। একজন হাই প্রোফাইল তারকা হয়ে কিভাবে নিজের ম‍্যানেজারকে মাদক নিয়ে জিজ্ঞাসা করতে পারেন তিনি সেই প্রশ্নই তুললেন কঙ্গনা। টুইটে দীপিকাকে জোরদার তোপ দেগেছেন কুইন অভিনেত্রী।

    টুইটে কঙ্গনা লেখেন, ‘মাদক সেবনের ফলে অবসাদ হতে পারে। তথাকথিত হাই প্রোফাইল ধনী তারকা সন্তান যিনি ভাল শিক্ষায় শিক্ষিত হওয়ার দাবি করেন, ম‍্যানেজারকে জিজ্ঞাসা করছেন, “মাল হ‍্যায় কেয়া?”‘ সোশ‍্যাল মিডিয়ায় এভাবেই দীপিকা পাডুকোনের উদ্দেশে আক্রমণ শানিয়েছেন অভিনেত্রী।


    উল্লেখ‍্য, মাদক মামলায় সুশান্তের ট‍্যালেন্ট ম‍্যানেজার জয়া শাহের সঙ্গে নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর জিজ্ঞাসাবাদে কয়েকজন বলিউড তারকার নাম উঠে আসে। তাদের মধ‍্যে রয়েছে শ্রদ্ধা কাপুর ও দীপিকা পাডুকোনের নাম। একটি হোয়াটসঅ্যাপ চ‍্যাট এসেছে NCBর হাতে যেখানে D ও K এর মধ‍্যে মাদক সংক্রান্ত কথাবার্তা হতে দেখা গিয়েছে।

    জানা গিয়েছে, D হলেন দীপিকা পাডুকোন ও K হলেন তাঁর ট‍্যালেন্ট ম‍্যানেজার করিশ্মা প্রকাশ। করিশ্মাকে দীপিকা জিজ্ঞাসা করেন, “মাল হ‍্যায় কেয়া?” এখানে মাল বলতে মাদক বোঝানো হয়েছে। করিশ্মাকে ইতিমধ‍্যেই সমন পাঠিয়েছে NCB। শোনা যাচ্ছে চলতি সপ্তাহেই দীপিকাকেও ডাকতে পারে NCB।

    প্রসঙ্গত, এর আগে মাদক যোগে NCBর জেরায় রিয়া সারা আলি খান রকুল প্রীত সিংয়ের নাম নিয়েছেন এই খবর প্রকাশ‍্যে আসতেই তুমুল হইচই শুরু হয় সোশ‍্যাল মিডিয়ায়। সারা ও রকুলকে কার্যত তুলোধনা করে নেটিজেনরা।
    একটি সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের তরফে দাবি করা হয় NCBর জেরায় সারা আলি খান ও রকুল প্রীতের নাম নিয়েছেন রিয়া। এরা দুজনেই নিয়মিত মাদক নেন বলে নাকি দাবি করেন রিয়া।

  • অনুরাগের ‘গাঁজা খোর’ মন্তব‍্যের বিরুদ্ধে মুখ খুললেন রবি কিষন, দিলেন সপাটে উত্তর

    অনুরাগের ‘গাঁজা খোর’ মন্তব‍্যের বিরুদ্ধে মুখ খুললেন রবি কিষন, দিলেন সপাটে উত্তর

    বাংলাহান্ট ডেস্ক: বিজেপি সাংসদ রবি কিষন (ravi kishan) নিজেই গাঁজা খান, এমনটাই দাবি করেছিলেন পরিচালক অনুরাগ কাশ‍্যপ (anurag kashyap)। তাঁর অভিযোগ ছিল বলিউডে মাদক যোগের বিরুদ্ধে সরব হয়ে সংসদে স্ববিরোধী মন্তব‍্য করেছেন রবি কিষন। এবার তাঁর এই মন্তব‍্যেরই উত্তর দিলেন ভোজপুরি সুপারস্টার।

    সংবাদ সংস্থা ANI কে তিনি জানান, অনুরাগের থেকে এমনটা আশা করেননি তিনি। তাঁর কথায়, “অনুরাগের থেকে এমন মন্তব‍্য আশা করিনি। হ‍্যা আমার খারাপ লেগেছে। ওই জয় শিব শম্ভু, বম বম ভোলে এগুলো সকলেই জানে। আমি শিব ভক্ত একথা সবাই জানে। উনি যে মাদকের বিরুদ্ধে এই লড়াইতে আমাকে সমর্থন করলেন না সেটা ভেবেই খারাপ লাগছে।”


    তিনি আরও বলেন, “উনি যে বলেছেন আমি এখন মন্ত্রী হয়ে গেছি তাই গাঁজা ছেড়ে দিয়ে শুদ্ধ হয়ে গেছি। আমি এখনো মন্ত্রী হইনি। আমার উদ্দেশ‍্য শুধু আগামী প্রজন্মকে রক্ষা করা।”

    বলিউডকে কাঠগড়ায় তুলে সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনের রোষের মুখে পড়েন বিজেপি সাংসদ রবি কিষন। এবার তাঁর বিরুদ্ধেই মাদক সেবনের অভিযোগ আনেন পরিচালক অনুরাগ কাশ‍্যপ। রবি কিষন নিজেই গাঁজা খান বলে জোরদার দাবি করেন পরিচালক।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে রবি কিষন সম্পর্কে অনুরাগ বলেন, “রবি আমার মুক্কাবাজ ছবিতে অভিনয় করেছে। ও দিন শুরু করে জয় শিব শঙ্কর, জয় বোম ভোলে, জয় শিব শম্ভু বলে। ও নিজেই গাঁজা খায়। সকলেই জানে তা। কিন্তু এখন হয়তো ছেড়ে দিয়ে থাকতে পারে। এখন ও মন্ত্রী। হয়তো শুদ্ধ হয়ে গেছে।”

    তিনি আরও বলেন, “তবে আমি রবির বিচার করছি না। গাঁজাকে কোনোদিনই আমি নিষিদ্ধ মাদক বলে মনে করিনা। ও গাঁজা খায় মানে ওর কাজে সেটা কোনো ব‍্যাঘাত ঘটায় না। নিজের কাজটা ও ঠিকই করে। ওর মধ‍্যে কোনো অস্বাভাবিকতা নেই। আমার আপত্তি ওর স্ববিরোধী মন্তব‍্য নিয়ে‌।”

    সোমবার সংসদের অধিবেশনে বলিউডে মাদক প্রসঙ্গ নিয়েই সরব হন বিজেপি সাংসদ তথা অভিনেতা রবি কিষন। তিনি বলেন, NCB যথেষ্ট ভাল কাজ করছে। বলিউডের মাদক চক্রের সঙ্গে চিন ও পাকিস্তানের মতো শত্রু দেশেরও যোগ রয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, চিন ও পাকিস্তান হয়েই বলিউডে মাদক প্রবেশ করে যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলিউড।

  • বলিউডের নোংরা দিকের কথা প্রকাশ‍্যে আনলেন বিক্রম ভাট, জানালেন চমকে দেওয়ার মতো তথ‍্য!

    বলিউডের নোংরা দিকের কথা প্রকাশ‍্যে আনলেন বিক্রম ভাট, জানালেন চমকে দেওয়ার মতো তথ‍্য!

    বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুত মামলায় মাদক (drugs) যোগ সামনে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে শোরগোল। প্রতিদিনই নয়া নয়া তথ‍্য সামনে আসছে। একে অন‍্যকে দোষারোপ করার পালা চলছে প্রতিদিনই। এরই মাঝে প্রযোজক বিক্রম ভাট (vikram bhatt) মাদক মামলা নিয়ে এক বিষ্ফোরক মন্তব‍্য করেছেন।

    অতিথিরা নিজেদের পছন্দ মতো মাদক নেয়
    প্রযোজকের কথায়, “আমি বহু বড় পার্টিতে গিয়েছি। কিন্তু কখনো এমন কোনো পার্টিতে যাইনি যেখানে কেউ মাদক সেবন করেছে। আমি শুনেছিলাম কিছু কিছু পার্টিতে বিভিন্ন রকমের মাদক পরিবেশন করা হয়। ট্রেতে করে মাদক পরিবেশন করা হয়। অতিথিরা নিজেদের ইচ্ছামতো মাদক পছন্দ করে সেবন করে। কিন্তু আমি কখনো এমনটা দেখিনি।”


    শুধু বলিউডেই মাদক সেবন হয়, এটা বলা হাস‍্যকর
    বিক্রম ভাট প্রশ্ন তোলেন, NCB শুধু মাত্র বলিউডকেই নিশানা করছে কেন? তিনি বলেন, “আমি বলছি না যে বলিউডে মাদক সেবন হয় না কিন্তু এটা পুরো দুনিয়ায় হয়। তাই বলিউডেও না হওয়ার কিছু নেই। শুধু বলিউডেই মাদক সেবন হয়, এটা বলা হাস‍্যকর।”

    বিক্রম ভাটের মেয়েও স্বীকার করেন মাদকের কথা
    বলিউডে মাদক যোগ নিয়ে বিক্রম ভাটের মেয়ে কৃষ্ণা ভাটও মুখ খোলেন। তিনিও স্বীকার করেন বলিউড পার্টিতে মাদক সেবন করা হয়। এটা খুবই সাধারন ব‍্যাপার বলে মন্তব‍্য করেন তিনি। কৃষ্ণা আরও দাবি করেন, বলিউডে কেউ যদি নিজের ইচ্ছায় মাদক সেবন করে তাহলে তাতে আপত্তি থাকার কথা নয়। তবে তিনি জানান নিজে কখনো মাদক নেননি।

    প্রসঙ্গত, এর আগে শার্লিন চোপড়াও বলিউড পার্টিতে মাদক পরিবেশনের কথা বলেছিলেন। তিনি বলেন, ‘মাদক থেকে সবসময়ই দূরত্ব বজায় রেখেছিলাম আমি। ইন্ডাস্ট্রিতে পার্টিতে ডেকে ট্রেতে করে মাদক সাজিয়ে অফার করা হয়। কিন্তু নেওয়া যাবে না।’

  • মাদকাসক্ত অবস্থায় ধরা পড়লো একের পর এক বিখ্যাত বলিউড তারকাদের ছেলে মেয়েরা, ভাইরাল ভিডিও

    মাদকাসক্ত অবস্থায় ধরা পড়লো একের পর এক বিখ্যাত বলিউড তারকাদের ছেলে মেয়েরা, ভাইরাল ভিডিও

    বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর পর থেকে তোলপাড় শুরু হয়েছে বলিউডে (bollywood)। মাদক মামলায় একের পর এক তারকার নাম প্রকাশ‍্যে আসছে। রিয়া চক্রবর্তী NCBর বয়ানে সারা আলি খানের নাম নেওয়ার পর থেকেই তুঙ্গে উঠেছে জল্পনা কল্পনা।

    বলিউড (bollywood) ও মাদক (drugs), শব্দদুটির মধ‍্যে সম্পর্ক দীর্ঘদিনের। এমন বহু জনপ্রিয় তারকা রয়েছেন যারা মাদকের নেশায় কেরিয়ার পর্যন্ত বিসর্জন দিতে বসেছিলেন। এদের মধ‍্যে কেউ কেউ আর কোনওদিনই মাদকের অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসতে পারেননি। আবার অনেকে মনের জোরে কাটিয়ে উঠেছেন নেশার অমোঘ টান।

    তবে শুধু যে তারকারাই জড়িয়ে রয়েছেন এই মাদক জালে তা কিন্তু নয়। অনেক কম বয়স থেকেই এই সর্বনাশা নেশার জালে আচ্ছন্ন হয়ে পড়েছে তারকা সন্তানরা। তাদের মধ‍্যে রয়েছে অক্ষয় কুমার, সোহেল খান সহ বেশ কয়েকজন নামজাদা তারকার ছেলে।

    সোশ‍্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে যেখানে ধরা পড়েছে বলিউডের এই অন্ধকার দিকের ছবি। বলিউড হেভিওয়েটদের পার্টিতে যে চুটিয়ে নেশার আসর বসে তা এই ভিডিও থেকেই প্রমাণিত হয়ে যায়। নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল এখন এই তারকা সন্তানদের কীর্তি।


    ভিডিওর শুরু থেকেই চোখে পড়ে বেশ কয়েকজন নামজাদা তারকা ও তাঁদের সন্তানদের। তাদের মধ‍্যে রয়েছেন অনিল কাপুরের ভাই সঞ্জয় কাপুর, সোনম কাপুরের বোন রেহা কাপুর, সোহেল খান ও তাঁর ছেলে নির্বাণ, সইফ আলি খান পুত্র ইব্রাহিম আলি খান, ডান্স কোরিওগ্রাফার রেমো ডি সুজার ছেলে, এমনকি চোখে পড়েছেন অক্ষয় কুমার পুত্র আরভও। আরভের সঙ্গে দেখা মেলে অক্ষয় ও টুইঙ্কলেরও।

    পার্টি থেকে বেরোনোর সময় ক‍্যামেরাবন্দি হন এই তারকা সন্তানরা। প্রত‍্যেককে দেখেই নেশাগ্রস্ত মনে হচ্ছিল। পাপারাৎজির ক‍্যামেরায় ধরা না পড়ারও চেষ্টা চালাচ্ছিলেন তাঁরা। তবে এই ভিডিও কবেকার তা জানা যায়নি।

     

    ভিডিওটি পোস্ট হতেই নেটিজেনরা হইচই শুরু করেছেন সোশ‍্যাল মিডিয়ায়। ধনী মা বাবার পয়সায় এভাবেই নেশার কবলে যাচ্ছেন এই স্টার কিডরা, এমনটাই বক্তব‍্য নেটিজেনের। উপরন্তু তাদের বাবা মাকেও তাদের শাসন করা তো দূর, বরং প্রশ্রয় দিতেই দেখা গিয়েছে। ভিডিওটি এখন তুমুল ভাইরাল নেটদুনিয়ায়। তবে ভিডিওর সত‍্যতা যাচাই করেনি বাংলাহান্ট।

  • রবি কিষন নিজেই গাঁজা খোর, চাঞ্চল‍্যকর দাবি অনুরাগ কাশ‍্যপের!

    রবি কিষন নিজেই গাঁজা খোর, চাঞ্চল‍্যকর দাবি অনুরাগ কাশ‍্যপের!

    বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (bollywood) মাদক (drugs) যোগ নিয়ে তরজা এখন রাজনৈতিক মহলের দোরগোড়া পর্যন্ত পৌঁছেছে। কিছুদিন আগেই সংসদ উত্তাল হয়েছিল বলিউডের সঙ্গে মাদক চক্রের  যোগ নিয়ে তর্ক বিতর্কে। বলিউডকে কাঠগড়ায় তুলে সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনের রোষের মুখে পড়েন বিজেপি সাংসদ রবি কিষন (ravi kishan)।

    এবার ফের ফাঁপড়ে পড়েছেন এই বলিউড সুপারস্টার। তাঁর বিরুদ্ধেই মাদক সেবনের অভিযোগ এনেছেন পরিচালক অনুরাগ কাশ‍্যপ (anurag kashyap)। রবি কিষন নিজেই গাঁজা খান বলে জোরদার দাবি করেছেন পরিচালক।


    সম্প্রতি এক সাক্ষাৎকারে রবি কিষন সম্পর্কে অনুরাগ বলেন, “রবি আমার মুক্কাবাজ ছবিতে অভিনয় করেছে। ও দিন শুরু করে জয় শিব শঙ্কর, জয় বোম ভোলে, জয় শিব শম্ভু বলে। ও নিজেই গাঁজা খায়। সকলেই জানে তা। কিন্তু এখন হয়তো ছেড়ে দিয়ে থাকতে পারে। এখন ও মন্ত্রী। হয়তো শুদ্ধ হয়ে গেছে।”

    তিনি আরও বলেন, “তবে আমি রবির বিচার করছি না। গাঁজাকে কোনোদিনই আমি নিষিদ্ধ মাদক বলে মনে করিনা। ও গাঁজা খায় মানে ওর কাজে সেটা কোনো ব‍্যাঘাত ঘটায় না। নিজের কাজটা ও ঠিকই করে। ওর মধ‍্যে কোনো অস্বাভাবিকতা নেই। আমার আপত্তি ওর স্ববিরোধী মন্তব‍্য নিয়ে‌।”

    সোমবার সংসদের অধিবেশনে বলিউডে মাদক প্রসঙ্গ নিয়েই সরব হন বিজেপি সাংসদ তথা অভিনেতা রবি কিষন। তিনি বলেন, NCB যথেষ্ট ভাল কাজ করছে। বলিউডের মাদক চক্রের সঙ্গে চিন ও পাকিস্তানের মতো শত্রু দেশেরও যোগ রয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, চিন ও পাকিস্তান হয়েই বলিউডে মাদক প্রবেশ করে যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলিউড।

    রবি কিষনের এই বক্তব‍্যের বিরুদ্ধে মঙ্গলবার সোচ্চার হন বিজেপি সাংসদ জয়া বচ্চন। কয়েকজন মানুষের জন‍্য পুরো ইন্ডাস্ট্রিটাকে এভাবে বদনাম করা যায় না বলে মন্ত‍ব‍্য করেন তিনি। পাশাপাশি তিনি এও বলেন, এরা যে থালায় খায় সেই থালাতেই ছেদ করে।

    পালটা রবি বলেন, ইন্ডাস্ট্রির সকলেই যে মাদকাসক্ত তা তিনি বলেননি। আগে পরিস্থিতি এমন ছিল না। কিন্তু বর্তমানে হয়েছে। তিনি আরও দাবি করেন, তাঁর মুখের সামনে কেউ থালা ধরে দেয়নি। নিজেরটা নিজেই করে নিয়েছেন তিনি।

  • করনের পার্টিতে মাদক সেবন? তদন্ত শুরু NCBর

    করনের পার্টিতে মাদক সেবন? তদন্ত শুরু NCBর

    পার্টিতে বলিউড (bollywood) তারকাদের মাদক নেওয়ার অভিযোগের ভিত্তিতে এবার তদন্ত শুরু করতে চলেছে নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরো (NCB)। এমনই বিষ্ফোরক তথ‍্য মিলেছে সংবাদ মাধ‍্যম সূত্রে। মাত্র কিছুদিন আগেই অকালি শিরোমণি দলের প্রাক্তন বিধায়ক মনজিন্দর সিং শীর্ষা এই ঘটনার তদন্তের আর্জি নিয়ে NCBর দিল্লি অফিসের দ্বারস্থ হয়েছিলেন।

    তাঁর অভিযোগের ভিত্তিতেই এবার তদন্ত শুরু হবে বলে জানা যাচ্ছে। গত ১৭ সেপ্টেম্বর NCBর আধিকারিক রাকেশ আস্থানার সঙ্গে দেখা করে অভিযোগ দায়ের করেন মজিন্দর সিং শীর্ষা।


    টুইটারে সেই অভিযোগের প্রতিলিপির ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর আধিকারিক রাকেশ আস্থানার সঙ্গে দেখা করলাম ও প্রযোজক করন জোহর এবং অন‍্যান‍্যদের বিরুদ্ধে বাড়িতে মাদক পার্টির আয়োজন করার অভিযোগে তদন্ত ও ব‍্যবস্থা নেওয়ার অনুরোধ জানালাম। ওই পার্টির ভিডিওর তদন্ত হওয়া উচিত।’

    এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, সেই অভিযোগ এবার NCBর দিল্লি অফিস থেকে মুম্বই অফিসে পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত শুরু করতে নাকি নির্দেশ দিয়েছেন খোদ NCB প্রধান। ফরেন্সিক পরীক্ষা নিরীক্ষার পরেই NCB তদন্তে নামবে বলে জানা যাচ্ছে।

    প্রসঙ্গত, গত বছ‍রের মাঝামাঝি সময়ে করন জোহরের বাড়িতে একটি পার্টির ভিডিও তুমুল ভাইরাল হয়। সেই সময় অনেকেই দাবি করেন পার্টিতে উপস্থিত তারকারা মাদক সেবন করছিলেন। তখন এই বলি তারকাদের বিরুদ্ধে পুলিসে অভিযোগও দায়ের করেছিলেন মজিন্দর সিং শীর্ষা।

    এরপরে এক সাক্ষাৎকারে করন বলেন, “যারা পার্টিতে উপস্থিত ছিলেন সকলেই নামজাদা তারকা। আমার বাড়িতে একটু আনন্দই করছিলেন তাঁরা। যদি তাঁরা মাদক সেবনই করবেন তাহলে আমি সেই সময় ভিডিও তুলে শেয়ার কেন করব?”

    করন আরও বলেন, “ভিকি কি নিজের ফোন পকেটে হাত দিয়ে রাখতে পারেন না? নাকেও হাত দিতে পারেন না? আর ফোনের উপর আলো পড়তে মনে হয়েছে ওটা কোনও গুঁড়ো বস্তু।” পরিচালক আরও জানান, ভিকি সেই সময় সবে ডেঙ্গু থেকে সুস্থ হয়েছিলেন। গরম জলে লেবু দিয়ে খাচ্ছিলেন তিনি। এমনকি এই ভিডিও করার পাঁচ মিনিট আগেও করনের মা বসেছিলেন তাঁদের সঙ্গে।

  • বলি পরিচালকের ওপর রেগে গেলেন অক্ষরা, বললেন ভোজপুরিতে উলঙ্গ নাচ হলে বলিউডে কি হয় ?

    বলি পরিচালকের ওপর রেগে গেলেন অক্ষরা, বললেন ভোজপুরিতে উলঙ্গ নাচ হলে বলিউডে কি হয় ?

    বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (bollywood) মাদক (drugs) যোগ প্রকাশ‍্যে আসতেই নানা বাদানুবাদ শুরু হয়ে গিয়েছে। এমনকি রাজনীতির দোরগোড়া পর্যন্ত গড়িয়েছে জল। সংসদে ভোজপুরি অভিনেতা তথা বিজেপি সাংসদ রবি কিষন বলিউডে মাদক চক্রের তদন্তের দাবি করেন। পালটা সমাজবাদী পার্টি সাংসদ জয়া বচ্চন তোপ দেগে বলেন, বলিউডের নাম খারাপ করার চেষ্টা চলছে।

    অপরদিকে বলিউড পরিচালক অনুভব সিনহা (anuvab sinha) রবি কিষনের প্রসঙ্গ তুলে গোটা ভোজপুরি ইন্ডাস্ট্রির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। ভোজপুরি ছবিতে ‘অশ্লীল নাচ’ হয় বলে কটাক্ষ করেন পরিচালক। তাঁর এই মন্তব‍্যের বিরুদ্ধেই এবার রুখে দাঁড়িয়েছেন ভোজপুরি অভিনেত্রী তথা গায়িকা অক্ষরা সিং (akshara singh)।


    রবি কিষনকে সমর্থন করে নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন অক্ষরা। সেখানে পরিচালককে একহাত নিয়ে তিনি বলেছেন, “আপনাদের বলিউড ইন্ডাস্ট্রিতে ভোজপুরির তুলনায় বেশি অশ্লীল নাচ হয়। এই কথাটা মাথায় রাখবেন। রবি কিষন বলিউডে মাদক চক্র নিয়ে সরব হতেই শোরগোল পড়ে গেল। কেউ বলছে থালায় ছেদ করছে তো কেউ তো আবার পুরো ভোজপুরি ইন্ডাস্ট্রির উপরেই আঙুল তুলছে।”

    তিনি আরও বলেন, “কেউ যদি বিষয়গুলো শোধরাতে চায় তো তাতে খারাপ কি আছে। জয়গ বচ্চনের মন্তব‍্যের আজ গোটা বিশ্ব বিরোধিতা করছে। হয়তো ওনার কোনোরকম বাধ‍্য বাধকতা ছিল, কিন্তু আজ অনুভব সিনহা ‘নঙ্গা নাচ’ বলে যে শব্দ ব‍্যবহার করেছেন ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রতি আমি তার তীব্র বিরোধিতা করছি।”

    অনুভবের বিরুদ্ধে তোপ দেগে অক্ষরা আরও বলেন, ‘আমি শুনেছি আপনি নারীবাদ নিয়ে প্রচার করেন। তাহলে আপনি এমন একটা কথা কিকরে বলতে পারলেন? নিজের মাতৃভাষাকেই তো গালি দিচ্ছেন আপনি। বিনা সাহায‍্যে ভোজপুরি ইন্ডাস্ট্রি নিজের পরিচয় তৈরি করেছে। ভোজপুরিতেও বহু ভাল ভাল ছবি তৈরি হয়েছে।’

    ভিডিওতে তিনি বলেন, “ভোজপুরি ইন্ডাস্ট্রি থেকে দু দুজন সাংসদ হয়েছেন। সারা বিশ্ব আপনাদের বলিউডের সত‍্যিটা দেখতে পাচ্ছে। সে আত্মহত‍্যা হোক বা হত‍্যাকাণ্ড বা মাদক মামলা অনুভবজি আপনি ভাল কাজ করুন আরো কিন্তু অন‍্যের কাজক ছোট করে দেখবেন না।”

    অক্ষরার কথায়, “আপনি গত ১০ বছর ধরে মোদীর বিরোধিতা করছেন। কিন্তু লাভ কি হল? মোদীজিরই সরকার চলছে এখন। তাই বলছি ভোজপুরি ইন্ডাস্ট্রি যার সঙ্গে লাখ লাখ লোকের রোজগার জড়িৎএ রয়েছে, ২৮ কোটি তারকা জড়িয়ে রয়েছেন তার সম্পর্কে আপনার কিছু না বলাই ভাল।”

    https://www.instagram.com/tv/CFMyjlYHkjQ/?igshid=1wo2mecw8mxbm

    প্রসঙ্গত, সংসদে রবি কিষনের বক্তব‍্যের পর অনুভব সিনহা লেখেন, ‘রবি কিষনের প্রতি খুব কৃতঞ যে উনি সংসদে বলিউড ও মাদকের সম্পর্কে কথা বললেন। ভোজপুরি ইন্ডাস্ট্রি সম্পর্কেও কিছু বলা যাক। গত ৩০ বছর ধরে ভোজপুরি ভাষা ও এই ইন্ডাস্ট্রির সঙ্গে জুড়ে গিয়েছে অশ্লীলতার নাম। সেই ব‍্যাপারেও কথা বলা দরকার।’

  • মাদক মামলায় নাম জড়িয়ে চূড়ান্ত হেনস্থা মিডিয়ার, আদালতের দ্বারস্থ রকুল প্রীত

    মাদক মামলায় নাম জড়িয়ে চূড়ান্ত হেনস্থা মিডিয়ার, আদালতের দ্বারস্থ রকুল প্রীত

    বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুত মামলায় মাদক (drugs) যোগে তাঁর নাম জড়িয়ে মিডিয়া ট্রায়ালের (media trial) বিরুদ্ধে এবার আইনি ব‍্যবস্থা নিলেন রকুল প্রীত সিং (rakul preet singh)। মাদক মামলায় নাম জড়িয়ে তাঁর ভাবমূর্তি নষ্ট করছে মিডিয়া, এই দাবি তুলেই দিল্লি হাই কোর্টে পিটিশন দাখিল করেন অভিনেত্রী।

    এবার সেই মামলার শুনানিতে কেন্দ্রকে নোটিস দিয়ে তাদের অবস্থান জানতে চাইল দিল্লি হাই কোর্ট। কেন্দ্র, প্রসার ভারতী ও নিউজ ব্রডকাস্টার অ্যাসোসিয়েশনকে এই মামলায় দ্রুত অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করে সিদ্ধান্ত নিতে বলেছে আদালত।


    রকুল পিটিশনে দাবি করেছেন, বিনা প্রমাণে তাঁর বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চলছে। এমনকি বয়ানে তাঁর নাম নেওয়ার কথা রিয়া চক্রবর্তী অস্বীকারও করেছেন বলে দাবি করেন রকুল। তথ‍্য ও সম্প্রচার মন্ত্রকের নিয়ম অমান‍্য করে এই মিডিয়া ট্রায়াল চলছে বলে মন্তব‍্য করেন অভিনেত্রী।

    তিনি আরও অভিযোগ করেন, সংবাদ মাধ‍্যম ক্রমাগত তাঁকে হেনস্থা করে চলেছে। এমনকি তাঁর বাড়িতেও চলে আসছে। তথ‍্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে তিনি অনুরোধ জানান, কোনো চ‍্যানেল গাইডলাইন মেনে না চললে সেই চ‍্যানেলের বিরুদ্ধে ব‍্যবস্থা নিতে।

    অপরদিকে সোমবার নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর তরফে জানানো হয়, খবর সত‍্যি। রিয়া সত‍্যিই নিজের বয়ানে সারা আলি খান ও রকুলের নাম নিয়েছেন। কিন্তু এর বেশি তথ‍্য দেওয়া সম্ভবপর নয়। ওই দুজনকে সমনও এখনও পাঠানো হয়নি বলে জানায় NCB।

    প্রসঙ্গত, মাদক যোগে NCBর জেরায় রিয়া সারা আলি খান রকুল প্রীত সিংয়ের নাম নিয়েছেন এই খবর প্রকাশ‍্যে আসতেই তুমুল হইচই শুরু হয় সোশ‍্যাল মিডিয়ায়। সারা ও রকুলকে কার্যত তুলোধনা করে নেটিজেনরা।

    একটি সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের তরফে দাবি করা হয় NCBর জেরায় সারা আলি খান ও রকুল প্রীতের নাম নিয়েছেন রিয়া। এরা দুজনেই নিয়মিত মাদক নেন বলে নাকি দাবি করেন রিয়া।

X